সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশী প্রবাসীদের ওপর পিএচডি গবেষণা করলে কেমন হয়? মতামত চাই

লিখেছেন লিখেছেন মুহাম্মদ আমিনুল হক ১০ নভেম্বর, ২০১৪, ১১:১৫:৪৩ সকাল

সৌদি আরবে ২০/২৫ লাখ বাংলাদেশী আছেন। অধিকাংশই কোনো না কোনো কাজে জড়িত। কেউ আছেন উচু পদে। কেউ আছেন নীচু পদে। সুখ দু:খ নিয়ে আছেন সবাই। ভালো অভিজ্ঞতা মন্দ অভিজ্ঞতার অভাব নেই। সন্দেহ নেই, সৌদির উন্নয়নের পেছনে বাংলাদেশীদের বেশ অবদান আছে। বাংলাদেশীদের জন্য সৌদি জনগণ কিংবা সরকারের কি দৃষ্টিভঙ্গি পোষণ, সেবা, সুযোগ-সুবিধা দেয়া উচিত। এসব নিয়ে পিএইচডি গবেষণা হতে পারে। এই গবেষণার মাধ্যমে অনেক তথ্য আমাদের সামনে চলে আসতে পারে যার মাধ্যমে সৌদি আরব এবং বাংলাদেশ উপকৃত হতে পারে।

কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি জেদ্দায় আমার পিএইচডি কোর্স ওয়ার্ক শেষ পর্যায়। এখন আমাকে একটি বিষয় সিলেক্ট করে রিসার্চ ওয়ার্ক শুরু করতে হবে। কয়েকদিন যাবত এ বিষয়টি আমার মাথায় ঘুরঘুর করছে। এখানের কয়েকজন প্রফেসর বলেছেন বিষয়টি চমৎকার হবে। এ বিষয়ে এর আগে কেউ গবেষণা করেনি......

গবেষণায় যে বিষয় আলোচনা হতে পারে:

প্রথম পর্ব:

১. বাংলাদেশ পরিচিতি, বাংলাদেশের গুরুত্ব, বাংলাদেশের জনগণ পরিচিত, তাদের মেধা, কর্ম দক্ষতা, উদ্ভাবনী শক্তি ইত্যাদি।

২. সৌদি আরব পরিচিতি, সৌদি আরবের গুরুত্ব, সারাবিশ্বে সৌদির অবদান, সৌদি আরবে বাইরের জনশক্তির প্রয়োজনীয়তা ইত্যাদি।

দ্বিতীয় পর্ব:

প্রবাসী বাংলাদেশীদের ওপর সার্বিক পরিসংখ্যান:

১. কত সংখ্যক প্রবাসী এখানে থাকেন

২. প্রবাসীদের শিক্ষাগত যোগ্যতা

৩. তাদের কর্ম দক্ষতা

৪. ভাষাগত দক্ষতা

৫. সৌদিতে বাংলাদেশীদের কাজের ক্ষেত্র

৬. প্রবাসীদের কাজের পরিবেশ

৭. বেতনাদি

৮. সামাজিক স্ট্যাটাস

৯. ধর্মীয় ঝোক/ বিশ্বাসগত মত পার্থক্য

১০. রাজনৈতিক চিন্তাধারা

১১. তাদের পরিবার/পরিজন সন্তানদের সুযোগ সুবিধা

তৃতীয় পর্ব: সৌদির অবস্থান

১. বাংলাদেশীদের সম্পর্কে সউদী জনগণের দৃষ্টিভঙ্গি

২. সউদি কফিলদের দায়িত্ব কর্তব্য

৩. সউদি সরকারের দৃষ্টিভঙ্গি

৪. বাংলাদেশী প্রবাসিদের মধ্যে দাওয়াহ কার্যক্রম কিভাবে চলছে

৫. সৌদিতে বাংলাদেশীদের বিভিন্ন নিডস (অভাব অনটন)

চতুর্থ পর্ব: সার্বিক মূল্যায়ন:

১. বাংলাদেশ সরকার কি করতে পারে

২. সৌদি সরকারের কি করা উচিত

৩. সৌদি জনগণের কি করা উচিত

৪. প্রবাসীদের দায়িত্ব কর্তব্য

৫. দাওয়াতি সেন্টারগুলোর দায়িত্ব কর্তব্য

------------------------------------------------

আরো অনেক বিষয় অন্তর্ভক্ত হতে পারে। এ বিষয়ে গবেষণার প্রধান অন্তরায় হচ্ছে এ বিষয়ে কোনো বই পাওয়া যাবে না। পুরো গবেষণাটাই নতুনভাবে ফিল্ড ওয়ার্ক করে করতে হবে। সঠিক ডাটা সংগ্রহ এবং বাংলাদেশী ভাইদের থেকে প্রচুর সাক্ষাতকার নিতে হবে। সৌদি আরবের বিভিন্ন প্রান্তে ছুটতে হবে। কাজটি অনেক কঠিন। এ কাজ করতে হলে অবশ্যই সৌদিতে অবস্থানরত বাংলাদেশীদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন হবে। মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশীরাও সাহায্য করতে পারেন।

-----------------------------------

যাইহোক, বিষয়টি কেমন হয়? বাংলাদেশে অবস্থানরত এবং দেশের বাইরে অবস্থানরত সকল ভাই/বোনদের থেকে পরামর্শ চাচ্ছি। বিশেষকরে যারা গবেষণা সম্পর্কে একটু জ্ঞান রাখেন তাদের থেকে দিক-নির্দেশনা কামনা করছি।

বিষয়: বিবিধ

১৬২৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

282863
১০ নভেম্বর ২০১৪ সকাল ১১:৩৪
লজিকাল ভাইছা লিখেছেন : আননে হাগল নি কন । হাগল(পাগল) হয়ে যাবেন, মাথার চুল ঝরে যাবে But পিএচডি গবেষণা ......শেষ হবে না।
282875
১০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
রাহমান বিপ্লব লিখেছেন : দেশ ও জনগনের কল্যাণে অসাধারণ একটা বিষয়!
282882
১০ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৭
ফখরুল লিখেছেন : অনেক ভাল উদ্যোগ ভাই। চালিয়ে যান আপনার জন্য দোয়া। আল্লাহ আপনার পথ চলা সহজ করে দিক।
282897
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৪৬
বড়মামা লিখেছেন : অনেক ধন্যবাদ ।
282909
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০১:৫৯
সুশীল লিখেছেন : কাজের জিনিস
282923
১০ নভেম্বর ২০১৪ দুপুর ০২:০৯
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
283009
১০ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলেই এটি একটি বড় কাজ হবে।
দেশের অর্থনিতির চালিকাশক্তি এই প্রবাসি শ্রমিকদের নিয়ে কোন গবেষনা এখনও হয়নি বলেই জানি।
298402
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৯
জেদ্দাবাসী লিখেছেন : আন্তরিক সহযোগিতা করবো ইনশাল্লাহ!
আল্লাহ আপনাকে কামিয়াবি দান করুন আমীন।
যাজাকাল্লাহ খায়ের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File