জামায়াত কর্মীঃআবুল কাশেম!

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ২৪ জানুয়ারি, ২০১৭, ০১:২১:৩০ দুপুর

জামায়াত কর্মী কাশেম আংকেল.

পেশায় তিনি দিনমজুর.

.

তিনি বাজারে আসলেই তাকে দেখে আ,লীগের নেতাকর্মীরা চায়ের দোকান থেকে পালাতে বাধ্য হন.

.

কারণ তার কথার সাথে যুক্তিতে কেউ পারে না এবং তিনি সত্য কথা গুলো টপটপ করে মুখের উপর ই বলে ফেলেন.

.

কাশেম আংকেলের পড়াশুনা একেবারেই নেই বললেই চলে.

কিন্তু তিনি প্রতিদিন Ntv ও BBC বাংলার খবর শুনবেন ই শুনবেন.

.

এইতো সেদিন এর ঘটনা,

ইউনিয়ন আ,লীগের সভাপতি রাজু মন্ডল কাশেম আংকেল কে ডেকে বলতেছিলেন,

কি রে তুই নাকি বেশি বাড়াবাড়ী শুরু করছোস?

দাঁড়াও থানায় তোর নামটা পাঠাচ্ছি.

কাশেম আংকেল রাজুর মুখের উপর ই বললেন,

শোন রাজু আমার বাড়ীতে যদি পুলিশ এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় তাহলে তোর ও বাঁচন নাই কিন্তু একদিন না একদিন তো জেল থেকে বের হবই তখন সবগুলোরে আমি একাই কচুর মত কাটব.

কথাটা শুনে রাজু বললেন,

আরে এমনিতেই বললাম কিছু মনে করিস না.

.

কাশেম আংকেল এর সাহস এর কথা ইউনিয়ন জামায়াতের সবাই প্রায় জানেন.

হটাতই ২ দিন থেকে বাজার মসজিদে কাশেম আংকেল কে নামাজে দেখা যাচ্ছে না.

ইউনিয়ন জামায়াতের আমীর বাদশা স্যার বিষয়টা লক্ষ করলেন এবং খোঁজ নিয়ে দেখলেন যে কাশেম আংকেল ২ দিন যাবত প্রচন্ড জ্বরে ভুগছেন.

পরের দিন সকালে বাদশা স্যার কয়েকজন জামায়াত কর্মীকে নিয়ে কাশেম আংকেলের বাড়ীতে আসলেন এবং দেখলেন কাশেম আংকেল প্রচন্ড জ্বরে কাতরাচ্ছেন.

বাদশা স্যার কাশেম আংকেলের পাশে বসে তার মাথায় পানি ঢাললেন ও তার চিকিত্‍সার জন্য ২ হাজার টাকা দিলেন এবং পরিবারের খোঁজ খবর নিলেন.

ফিরে আসার সময় অঝোড়ে কেঁদে কেঁদে তার সুস্থতা কামনা করে দোয়া করলেন.

কাশেম আংকেলের ভাই ঘোড় আ,লীগ হাকিম আঁড়াল থেকে দেখছিলেন যে বাদশা স্যার কি করেন.

দোয়া শেষ হওয়া মাত্রই হাকিম বাদশা স্যার এর কাছে এসে স্যার কে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন,

স্যার আমাকেও আপনাদের জামায়াতের ফরম দিন আমিও আপনাদের আন্দোলনে শরিক হব.

যে সংগঠনের ইউনিয়ন সভাপতি একজন অসুস্থ কর্মীর মাথায় পানি ঢালতে পারেন ও তার সুস্থতার জন্য চোখের পানি ফেলতে পারেন তারা কখনোই খারাপ হতে পারেন না.

হে আল্লাহ এই সংগঠন কে হেফাজত করুন.

আমিন.

বিষয়: বিবিধ

৯৩২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381450
২৪ জানুয়ারি ২০১৭ বিকাল ০৪:৩৬
কুয়েত থেকে লিখেছেন : ইসলামী শাসন প্রতিষ্টা না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী সংগ্রাম করে যাবে জামায়াতই সাধীনতা সার্বভৌমত্বের একমাত্র রক্ষকবস। অন্যরা দলকরে সার্থের জন্য জামায়াত কর্মীরা আন্দোলন করে আল্লাহর সন্তোষ্টির জন্য এবং দেশের উন্নয়নের জন্য আপনাকে ধন্যবাদ
381454
২৪ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৪৪
স্বপ্নিল ও আকাশ নীলা লিখেছেন : অন্যরা দলকরে সার্থের জন্য জামায়াত কর্মীরা আন্দোলন করে আল্লাহর সন্তোষ্টির জন্য এবং দেশের উন্নয়নের জন্য- প্রিয় লেখক উপরের কথাটা কতটা সত্য। আপনারা যে সংগ্রাম পত্রিকাটি কেনেন তা কি আল্লাহর সন্তুষ্টির জন্য? যাক আমার জানামতে অনেক জামায়াত কর্মি আছে যারা নিজেদের সন্তুষ্টির জন্য জামায়াত আন্দোলনে সামিল।
****
শোন রাজু আমার বাড়ীতে যদি পুলিশ এসে আমাকে গ্রেফতার করে নিয়ে যায় তাহলে তোর ও বাঁচন নাই কিন্তু একদিন না একদিন তো জেল থেকে বের হবই তখন সবগুলোরে আমি একাই কচুর মত কাটব.
চাচার এ জবাবটা কতটা ইসলামিক। খেলাফতে গেলে কি করবেন আপনার চাচা।

২৮ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:৪৫
315505
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : এটা ছিলো উনার আবেগকেন্দ্রিক ভাষা, এতোটুকু বুঝলেন না!Praying
381592
৩১ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:০১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমাদের দায়িত্ববোধ থেকে কাজ করতে হবে তবে সেটা অন্যের কাছে ভাল লাগতেই পারে সেটা অবশ্ব্যই ভাল দিক
০১ ফেব্রুয়ারি ২০১৭ বিকাল ০৪:১৫
315554
মোঃ মাকছুদুর রহমান লিখেছেন : জ্বী।Smug

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File