নাশকতাকারী শাহজাদা!

লিখেছেন লিখেছেন মোঃ মাকছুদুর রহমান ০২ মার্চ, ২০১৭, ০৯:১৯:৩৮ সকাল

আদালতের রায়ের বিরুদ্ধে গিয়ে দেশব্যাপি এক ভয়ংকর নাশকতার চক এঁকেছেন নবাব জাদা শাহজাহান খান।

এই শাহজাহান খানের প্রথম যেই নাশকতামূলক আচরণ আমি প্রথম দেখি,তা হচ্ছে বিবিসি বাংলার লাইভ অনুষ্ঠানে বিএমপির এক নেতাককে প্রকাশ্যে "চোখ খুলে" নেওয়ার হুমকি দেয়,সেই দিন।

এদেশের প্রজাতন্ত্রের কর্মচারী গুলো নিজেদের সবসময় রাজা ভাবে। এদেশের রাজনীতিতে আজ ডুকে পড়ছে হাইব্রীড নেতা লিডার।

এগুলো আবার মন্ত্রীও হয়!

গতকাল আমাদের আইনশৃঙ্খলা বাহিনির সাথে শাহজানের নাশকতা বাহীনি বার বার সংঘর্ষে জড়িয়ে পড়ছে,ঘটনাস্থান থেকে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

এদেশের ড্রাইভারেরা যেভাবে বেপরোয়া হয়ে গাড়ি চালিয়ে প্রতিনিয়ত লাশের মিছিল নামিয়ে দিচ্ছে দেশব্যাপী, ভাগ্যিস, এরা বিমানের পাইলট হলে পৃথিবীব্যাপী বড় বড় দালান গুলো বিনা যুদ্ধেই গুড়িয়ে যেতো।

সুতরাং, এসকল ড্রাইভার নামের সন্ত্রাসী গুলোকে সরকার কঠিন নজরে নেওয়া দরকার!

এবং আগামী দিনে এরা আবারো কোনো নাশকতামূলক কিছু ঘটায় কিনা,সেই তথ্য উদঘাটনের জন্য,নাশকতার মাস্টারমশাই, শাহজাহান খানকে রিমান্ডের নিয়ে ২/৪ ডজন আণ্ডা থ্যারপি দেওয়া দরকার!

বিষয়: বিবিধ

৯২০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382072
০২ মার্চ ২০১৭ রাত ০৯:০৪
হতভাগা লিখেছেন : এদেশের বাস ট্রাক চালকদের খুব কম সংখ্যকেরই জেনুইন লাইসেন্স আছে । এরা যখন গাড়ি চালায় তখন বেশীর ভাগ সময়ই পাল্লা পাল্লি করে আরেক গাড়ির সাথে , সাইড না পেলে রং সাইড দিয়ে চলে যায় প্রবল বেগে ।

এরা তো রাস্তায় চলাচলকারী অন্য গাড়ি ও মানুষজনের জন্য সাক্ষাৎ আতন্কের , তার চেয়েও বড় আতন্কের যারা গাড়ির ভেতর আছে তাদের জন্যও।

এদের অজ্ঞতা ও বাড়াবাড়ির কারণে প্রতিদিন অনেক নিরীহ লোক প্রাণ হারাচ্ছে ।

এক্সিডেন্ট এর উপর কারও হাত নেই , কিন্তু যখন এটা নিয়মিত হয়ে যায় তখন তো এতে যারা দায়ী তাদেরকে ছেড়ে দেবার কোন কারণই থাকতে পারে না । এটা মানুষের জীবন মরণের প্রশ্ন।

খুন করলে যেখানে যাবতজীবন কারাদন্ড বা ফাঁসি হয় সেখানে এসব চালকেরা দেদারসে মানুষ হত্যা করে যাচ্ছে !

উল্টা পাল্টা গাড়ি চালিয়ে মানুষ হত্যা করলে তার শাস্তি দিতেই হবে যেটা মালিক বা সংগঠন ও পরিবহন সংস্থা পর্যন্ত যাওয়া উচিত , সেটা পরিস্থিতি বিবেচনা করে যে লেভেলেরই হোক।

আমাদের দেশে গরু ছাগল চিনতে পারলেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেওয়া হয় এবং এরাই এসব সড়ক দূর্ঘটনার জন্য দায়ী ।

টাইট দিলে সঠিকভাবে ড্রাইভিং শিখতে নামবে , ফলে রাস্তা ঘাটেও দূর্ঘটনার হার কমে আসবে - ইন শা আল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File