চিন্তা এবং কর্ম যদি পরিবর্তন করা যায় তাহলেই সমাজ পরিবর্তন সম্ভব;

লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৪১:১৯ সন্ধ্যা

হত্যা ধর্ষন সহ যত ধরনে অসামাজিক কার্যক্রম আজ চলছে তা নিয়ে সবাই চিন্তিত, কিভাবে সমাজ থেকে এই গুলি দুর হবে তার প্রতিকারের সঠিক পথ কি তা নিয়ে কেউ ভাবে না।

যতটুকু ভাবা হয় তা সঠিক পথ নয়, বরঞ্চ তা আরো বাড়িয়ে দেয়।

সমাজের এই ভয়াবহতায় আজ কোন মানুষ নিশ্চিন্তে বসবাস করতে পারে না এক অজানা আশঙ্কায় তাড়া করে না জানি কখন কি হয়!

শিশু থেকে শুরু করে যুবতী মেয়েরা নির্বিঘ্নে রাস্তায় বাহির হতে ভয় থাকে,

দুই বছরের শিশুও ধর্ষিত হল

এর চাইতে জাহেলিয়াত আর কি হতে পারে?

কেন এমন হচ্ছে এর প্রতিকারই বা কি? আজ এটা সক্রিয় ভাবে ভাবা দরকার।

অনেকে ভাবে কঠুর আইন প্রয়োগের মাধ্যমে এই অবস্থা থামানো সম্ভব হবে।

মনে রাখা দরকার প্রচলিত আইন হল উভয়ের সহযোগিতার জন্য, এই আইন কারও চরিত্র এবং কর্মকে পরিবর্তন করতে পারে না।

মানুষের চরিত্র ও তার কর্ম যদি পরিবর্তন না হয় তাহলে আইন যেমন শাস্তি দিতে পারে আবার মুক্তিও দিতে পারে সেটা তখন ক্ষমতার আওতায় চলে যায়।

আমরা জানি রাসুল(সা) এর নবুয়ত প্রাপ্তির আগের জাহেলিয়াতের যুগের কথা, মিলিয়ে দেখুন তার চাইতে বর্তমানে কোন অংশে কম নয়।

সেই বর্বর যুগের মানুষকে রাসুল(সা) পরিবর্তন করে খাঁটি সোনায় পরিনত করে ছিলেন যে মূলমন্ত্রে তা আজও আমাদের কাছে অটুট আছে কিন্তু প্রয়োগ না হওয়ায় আজ আমাদের এই সমাজ কাটামো ভেঙ্গে পরেছে।

সেই মূলমন্ত্র ছিলো আখেরাতের ভয়, প্রতিটি মানুষের অন্তরে যদি ভয় থাকে, তার কৃতকর্মের জন্য একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে এবং প্রতিটি কাজের বদলা পেতে হবে।

চিন্তার এই পরিবর্তন যতক্ষন না হবে প্রচলিত আইনে তা সংশোধন সম্ভব নয়।

অপরাধী এবং শাস্তি দাতা উভয়ের যদি আল্লাহর ভয় থাকে তাহলেই ন্যায় বিচার সম্ভব।

আর ন্যায় বিচার পেতে হলে কোন অপরাধের কি শাস্তি তা আল্লাহর নির্ধারিত আইনেই সম্ভব কোন মানব রচিত আইনে নয়।

এই চিন্তা যদি আজকের সমাজের মানুষের মগজে স্থান পায় তাহলেই এর প্রতিকার সম্ভব।

আর এ জন্য কোরআন হাদিসের সঠিক শিক্ষা চালু করা দরকার যাতে ছোট থেকেই চিন্তার বিশুদ্ধি করন ঘটে।

আল্লাহর দেওয়া রাসুল(সা)এর এই সমাজ বিপ্লবের পদ্ধতিকে ধারন করেই বর্তমান সমাজের পরিবর্তন করতে হবে।

না হয় সম্ভব হবেনা

আল্লাহ সমাজের সবাইকে এই বুঝ দান করুন।

বিষয়: বিবিধ

৬৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File