আজ কবিতার জন্মদিন

লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ০৪ জানুয়ারি, ২০১৭, ১২:০৫:২৯ রাত

পূর্ণিমারাতে চাঁদ হয়েই কবিতার আগমন

আকাশ জুড়ে অজস্র নক্ষত্র ছিলো

একখণ্ড মেঘও ছিলো, কালো-শুভ্রতার মিলনে

পৃথিবী গেয়েছে আগমনী গান, আমিও!

জ্যোৎস্নার বৃষ্টিতে ভিজেছে পৃথিবী

সেজেছে ভূবন অনন্য এক কাব্যিকধারায়

রংধনুর কোনো রঙ অনুপস্থিত নেই তাতে

আমিও স্বপ্ন বুনেছি পৃথিবীটি আপন করে পাওয়ার!

সুবিন্যস্ত সব আয়োজন

সময়ের স্রোতধারায় কবিতা-আমি কাছাকাছি।

কিন্তু আকাশের ঐ ঈশান কোণের মেঘখণ্ড

আপন করে ক্রমে ঢেকে নিয়েছে পুরো পৃথিবী!

কোথায় চাঁদ?

কোথায় কবিতা?

আর কোথায় আমি?

অন্ধকার পৃথিবীও ভোলেছে যতনে নীরবে নিভৃতে!

আমি আগমনী গান গেয়েছিলাম আজ

আজ জ্যোৎস্নার বৃষ্টি দেখেছিলাম

রঙিন পৃথিবীর স্বপ্ন বুনেছিলাম আজ

অমাবস্যা রাতের মতো অন্ধকার হলে ভোলিনি তিলবিন্দু!

তাই মেঘখণ্ডের কথা ভোলে, অন্ধকারে কথা ভোলে

আমি আজ আনমনে গেয়ে উঠি শূণ্য লোকালয়ে-

"আজ জন্মদিন তার, জন্মদিন কবিতার

আমার যতো সুশ্রী শুভ কামনা সবি তার..."

বিষয়: সাহিত্য

৮১৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381121
০৪ জানুয়ারি ২০১৭ সকাল ১০:৩২
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর লিখেছেন।
381130
০৪ জানুয়ারি ২০১৭ দুপুর ০৩:৫৪
আলমগীর ইমন লিখেছেন : ধন্যবাদ আপনাকে
381134
০৪ জানুয়ারি ২০১৭ রাত ০৮:১০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর লিখনী, বেশ ভাল লাগল। চালিয়ে যান, সাথে আছি। ধন্যবাদ...
381149
০৫ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:১৩
আলমগীর ইমন লিখেছেন : অজস্র ধন্যবাদ প্রিয় মাছুম ভাইয়া। সাথেও চাইও সব সময়।

শুভ সন্ধ্যা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File