নতুন বই : কোন পথে শিক্ষাব্যবস্থা?

লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ১১ জানুয়ারি, ২০১৭, ০৭:১৫:০৯ সন্ধ্যা

নতুন বছরের নতুন দিনে প্রায় চার কোটি ২৬ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হলো। কয়েক বছর ধরে এ ধারা অব্যাহত দেখে খুশিই হয়েছিলাম- দেশের শিক্ষাব্যবস্থার প্রতি সংশ্লিষ্টদের আন্তরিকতা ভেবে। কিন্তু আনন্দটা ব্যথায় পরিণত হতে বেশি সময় নিলো না। অসংখ্য ভুলে ভরা প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরের এসব নতুন পাঠ্যবই। বিভিন্ন বইয়ে বানান থেকে শুরু করে নানা ধরনের ভুল হয়েছে। ইতিহাস বিষয়েও হয়েছে বেশ কিছু ভুল। বাংলাদেশের পতাকার পরিবর্তে পাকিস্তানের পতাকা, এক শব্দের স্থলে অন্য শব্দ, কবিতার মাঝখান থেকে চরণ বাদ দেওয়া, একই অধ্যায় একাধিকবার ছাপানো, সূচীতে থাকা কিছু অধ্যায় ছাপা খেকে বাদ পড়া এবং উল্টাভাবে ছাপাসহ বিভন্ন ভুল পরিলক্ষিত হয় এসব নতুন বইতে। তাহলে বিষয়টা কী দাঁড়ালো? আমরা ভুল থেকে শিক্ষা গ্রহণ করি যাতে পরবর্তীতে ভুল না হয়। কচি বাচ্ছাগুলোকেও কি এ সূত্রের আওতায় আনা হলো?

যারা এসব ভুল-ভ্রান্তি ঘটিয়েছেন, নিশ্চয় গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। এ ভুলের ভার শিক্ষার্থীরা সারাজীবন বহন করবে। যেখানে আমাদের মত দেশে শিক্ষায় সবচেয়ে বেশি নজর দেয়া প্রয়োজন, সেখানে বরাবরই উপেক্ষিত। দ্রুত সমাধান খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ কামনা করছি।

বিষয়: বিবিধ

৯৭১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381263
১২ জানুয়ারি ২০১৭ সকাল ১০:৩৬
381265
১২ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:১০
আলমগীর ইমন লিখেছেন : দারুণ আয়োজন ছিল প্রথম আলোর।
ধন্যবাদ আপনাকে।
381275
১২ জানুয়ারি ২০১৭ রাত ০৮:০৩

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File