মন। এক অদ্ভুত জিনিষের নাম!!!

লিখেছেন লিখেছেন Ruman ১৫ অক্টোবর, ২০১৭, ০৭:৫৫:৩৪ সকাল

মন খোদার দেয়া এমন একটি উপহার যা আমাদের নিয়ন্ত্রন করে অদ্ভুতভাবে! কখনো শান্ত, কখনো উচ্ছল, কখনো বা রঙিন, ফ্যাকাশে অথবা মেঘকালো! মন বড় বর্ণচোরা। নানা রকম বর্ণ ধারণ করতে পটু। এই রঙ হলুদ, নীল বেগুনী কিংবা আকাশী নয়, অদৃশ্য হাজার রকম রঙের খেলা করে মনে। কখনো আমাদের ভাসিয়ে দেয় হাজার রঙের আনন্দের সমুদ্রে। আবার কখনো বা ডুবিয়ে রাখে কান্নাভেজা অশ্রুর অতলে।

মনের বিষণ্ণতা এক অদ্ভুত রোগ। যখন পেয়ে বসে, মানুষের মনটা কেমন স্যাঁতস্যাঁতে হয়ে যায়, কিছুই ভাল লাগে না, কিংবা ভাল লাগার অনুভূতি গুলো সাময়িকভাবে বিশ্রাম নিতে শুরু করে। কোন কারণ নেই, কোন ব্যাখ্যা নেই,

বায়ুর মত মন কে নিয়ন্ত্রন করার মত কোনো মেশিন নেই মনের খারাপ লাগাকে যদি পৃথীবির শেষ সিমান্তে পাঠিয়ে ভালো লাগাকে বুকে ধারন করা যেত কতইনা ভালো লাগত!

বিষয়: বিবিধ

৫৮৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384204
১৫ অক্টোবর ২০১৭ সকাল ১০:৪০
হতভাগা লিখেছেন : প্রাণ থাকলেই প্রাণী হওয়া যায় , কিন্তু মন না থাকলে মানুষ হওয়া যায় না ।
১৬ অক্টোবর ২০১৭ সকাল ০৬:৪৭
316943
Ruman লিখেছেন : ঠিক বলেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File