"বিয়ের গল্প" প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লিখেছেন লিখেছেন সম্পাদক ২২ মার্চ, ২০১৪, ০৯:৩৫:১৯ সকাল



প্রিয় ব্লগার,

আপনারা জেনে খুশি হবেন যে,

"বিয়ের গল্প" প্রতিযোগিতার পুরস্কার আমরা ইতিমধ্যেই বিতরণ করেছি। পুরস্কার বিজয়ী ও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সবাইকে আবারো অভিনন্দন। টুডের সাথেই থাকুন।

মোট ১০ জন ব্লগারকে পুরস্কার দেয়া হয়েছে। এর মধ্য তিনজন এখনো ঠিকানা না পাঠানোয় পুরস্কার পাঠানো সম্ভব হয়নি, ঠিকানা পাঠালে তাদেরকেও পুরস্কার পাঠানো হবে। বাকী ৭ জনের পুরস্কার ইতিমধ্যে তাদের ঠিকানায় পৌঁছে গেছে।

বি। দ্রঃ প্রিয় মা প্রতিযোগিতার পুরস্কার শীঘ্রই বিজয়ীদের হাতে পৌছে যাবে ইনশাল্লাহ।

সম্পাদক, ২১/০৩/২০১৪

বিষয়: বিবিধ

২৮০১ বার পঠিত, ৩৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196024
২২ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৩
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো। মডু ভাই, আমারে একটা সান্তনা পুরস্কার দেওয়ন যায় না। আমি তো লিখতে টিকতে পারি না, খালি চোথা মারি। তয় যারা লিখে তাদের উতসাহ দেয় আরকি
২২ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৪
146251
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ভাইজান, আঁই কি দোষ কইরছি? আঁরে এক্কান পুরুষ্কার দিবো না কিল্লাই?
কত জায়গায় গ্যাঞ্জাম লাগাইলাম, কতজনরে আচাঁইছ্যা বাশঁ দিলাম। কিন্তু আমার কপালে এক্কান পুরুষ্ককার ঝুটলো না। সমস্ত পুরুস্কার রুমিও জুলিয়েট'র কাহিনী লিখিয়েদের দিয়ে দিলো। এমন বে-হুরমতি, এমন না-মাহরুম কান্ড কারবার আর কত সহ্য করণ যায়?
196025
২২ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৫
রাইয়ান লিখেছেন : পুরস্কার পৌঁছে দেবার জন্য প্রিয় সম্পাদককে অনেক ধন্যবাদ । Happy
196026
২২ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৬
গেরিলা লিখেছেন : আগের টায় পারি নাই, এবার ভাবছিল লিখবো। পুরসকার পাবো তো Thinking Thinking Thinking
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৭
146263
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : কেউ আপনারে পুরুস্কার না দিলেও মুই দিমু পুরুস্কার। আপনে তারাতারি আব্বাজানের কাহানী লিখ্যা লন।
196028
২২ মার্চ ২০১৪ সকাল ০৯:৪৮
মিডিয়া ওয়াচ লিখেছেন : ধন্যবাদ মডু ভাই। এবার বাবাকে লিখবো ভাবছি
196059
২২ মার্চ ২০১৪ সকাল ১১:০৯
নীলীমা লিখেছেন : Winking Don't Tell Anyone Bring it On Thinking? Happy]
196062
২২ মার্চ ২০১৪ সকাল ১১:২৩
শাহ আলম বাদশা লিখেছেন : অনেক ধন্যবাদ
২২ মার্চ ২০১৪ দুপুর ০১:২৭
146224
শাহ আলম বাদশা লিখেছেন : মডু ভাই, এটা কী করলেন? আপনার পোস্টের শিরোনামের বানান ভুল ধরিয়ে দিলাম, তা মেনে নিলেন ভালো। কিন্তু সেই কথাগুলো ডিলিট করে আমার মন্তব্য এডিট করা কি ঠিক হলো।

আমি চেয়েছিলাম--সবাই তা পড়ে নিজেদের ভুল বানানও ঠিক করুক। কারণ আমাদের বানান ভুল খুব বেশী হয়ে থাকে। বিশেষ করে বাংলা একাডেমীর কিছু পণ্ডিতের দরুণ।

তারা ই-কার ঈ-কারের বারোটা বাজালেও (বিশেষতঃ বিদেশী শব্দে) কিন্তু ''শহীদ'' বা ''শহীদদিবস'' এবং বাংলা একাডেমীর '' একাডেমী'' বানান কিন্তু ঠিকই রেখেছে।

মানুষ মাত্রেই ভুল হতেই পারে--আমিও তার ওপরে নই। এটা ধরিয়ে দেয়া যেমন ভালো তেমনই টা সংশোধন করে নেয়াও উদারতার লক্ষণ। ধন্যবাদ
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৫
146262
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : অমার বাণাণে কুণো ভূল নাঈ।
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
146269
শিশির ভেজা ভোর লিখেছেন : কি লিখছিলেন ভাই? উনাদের লেখায় তো কোনো বানান ভুল দেখলাম না।
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৪
146284
শাহ আলম বাদশা লিখেছেন : বড় ধরণের ভুল নয়--সেটা ডিলিট না করলে আপনাকেও আর প্রশ্ন করতে হতোনা।

প্রতিযোগিতার স্থলে ছিলো ''প্রতিযোগীতা'' এবং বিতরণ ছিলো ''বিতরন''।

মন্তব্য এডিট করা ঠিক নয়--এই ক্ষমতা আছে বলে এডিট করে বিভ্রান্তি তৈরি করা যায়।
196079
২২ মার্চ ২০১৪ সকাল ১১:৫২
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। "বিয়ে" প্রতিযোগীতার বিজয়ীরা পুরষ্কার পেয়েছে জেনে খুব ভালো লাগল ।
কিন্তু আমরা যারা টুডে ব্লগের প্রথম প্রতিযোগীতা "মা" এর বিজয়ী এমন কি অপরাধ করলাম কোন কিছুই পেলাম না। যদিও আজ এক বছর পেরিয়ে গেছে। মাননীয় সম্পাদক এ ব্যাপারে কিছু জানাবেন কি ?
২২ মার্চ ২০১৪ দুপুর ০৩:০২
146260
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মডু মামুগো মাথায় গ্যাঞ্জাম লাইগ্যা গেছে। এতোদিন জানতাম সমস্ত জীব আগে জন্ম গ্রহণ করে তার পর মৃত্যু হয়। অহন মডু মামুগো কাজ কারবারে মনে হয় সিস্টেম আগের থেইখ্যা আপগ্রেট হইছে। অহন "আগে মৃত্যু হয় তার পরে জন্ম গ্রহণ করে" থিওরীর সত্যতার পেটেন্ট করা গেছে।
বিয়ে শাদীর প্রতিযোগিতা আয়োজনের হৈ চৈ'র মাঝে "মা" এর কথা সবাই বেমালুম ভুইল্যা গেছে।
196082
২২ মার্চ ২০১৪ দুপুর ১২:০৫
ডক্টর সালেহ মতীন লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। "বিয়ে" প্রতিযোগীতার বিজয়ীরা পুরষ্কার পেয়েছে জেনে খুব ভালো লাগল ।
কিন্তু আমরা যারা টুডে ব্লগের প্রথম প্রতিযোগীতা "মা" এর বিজয়ী এমন কি অপরাধ করলাম কোন কিছুই পেলাম না। যদিও আজ এক বছর পেরিয়ে গেছে। মাননীয় সম্পাদক এ ব্যাপারে কিছু জানাবেন কি ?
(সিকদার ভাইয়ের জিজ্ঞাসার আওয়াজকে ভারী করতে তার সাথেই কণ্ঠ মিলিয়েছি)
196094
২২ মার্চ ২০১৪ দুপুর ০১:০৫
ফেরারী মন লিখেছেন : সারাজীবন শুধু লিখেই গেলাম পুরস্কার পাইলাম না। Sad Sad
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৮
146293
শাহ আলম বাদশা লিখেছেন : আপনার চোখটাই আল্লাহর বড় পুরস্কার। আর কী চান????
১০
196109
২২ মার্চ ২০১৪ দুপুর ০২:১০
গরীবেরবন্ধু জুয়েলখান লিখেছেন : এমন সুন্দর ব্যাবস্থা চালু করার জন্য Thank you সম্পাদক ভাইকে
১১
196177
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:১০
অনেক পথ বাকি লিখেছেন : অনেক ধন্যবাদ । ভালো লাগলো ।
১২
196180
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৮
সিটিজি৪বিডি লিখেছেন : অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আমার পুরস্কারের প্যাকেটটি এখন জারিফার আম্মুর হাতে। পুরস্কার হাতে পেয়ে আমাকে ফোন করে মডু ভাইদেরকে সালাম ও ধন্যবাদ জানিয়েছে। (মডু ভাইয়েরা সালামও ধন্যবাদ গ্রহন করুন) আরো বলেছে, আগামীতেও প্রতিযোগিতায় অংশ্র গ্রহন করে পুরস্কারের প্যাকেটটা যেন তাড়াতাড়ি তার হাতে পৌছে........আমি এখন বিরাট টেনশনে আছি...একবার না হয় পাইলাম.....
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৩
146289
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাকে আর জারীফার আম্মুকে অভিনন্দন।Happy Happy
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৮
146307
সিটিজি৪বিডি লিখেছেন : ওহিদ ভাই..পুরস্কার পাইছি..চলে গেছে বউয়ের হাতে....
১৩
196203
২২ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৮
মেঘ ভাঙা রোদ লিখেছেন : লিখতে পারি না কিছু। শুধু পড়ে যদি কোনো পুরস্কার পাওয়া যায় তাহলে দুই একখান পাইতে পারি। Tongue Tongue
১৪
196380
২২ মার্চ ২০১৪ রাত ১১:১৮
লোকমান লিখেছেন : আমার পুরস্কারটা.....
২৩ মার্চ ২০১৪ সকাল ১১:৫০
146638
সিটিজি৪বিডি লিখেছেন : বিয়ে নাকি করে পুরস্কার কিভাবে পাবেন?
১৫
196434
২৩ মার্চ ২০১৪ রাত ০১:০৯
মুহসিন আব্দুল্লাহ লিখেছেন : এই ঠিকানায় মেইল করেছি ।
১৬
196474
২৩ মার্চ ২০১৪ সকাল ০৭:২১
মুহছিনা খাঁন লিখেছেন : মা নিয়ে লিখা বিজয়ীদের আগে পুরুস্কার দেয়া উচিৎ ছিলো।
২৩ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৮
146590
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : এসব হাঁচা কথা আস্তে আস্তে, চুপকে চুপকে কন। মডু মামুরা হুনলে আপনের খবর আছে কইয়া দিলুম।
১৭
196816
২৩ মার্চ ২০১৪ রাত ১১:০৩
সুমাইয়া হাবীবা লিখেছেন : আমিও পুরষ্কার হাতে পেয়েছি। Happy যাযাকাল্লাহু খাইরান।খুব সুন্দর হয়েছে বইগুলো। যদিও আমার কালেকশনে দু’টি বই ছিলই তবু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর বই সিলেকশনের জন্য। Love Struck
২৩ মার্চ ২০১৪ রাত ১১:১৩
146868
লোকমান লিখেছেন : বইয়ের নাম ও প্রচ্ছদের ছবি দিলে দেখে সন্তুষ্ট হতাম।
১৮
196848
২৪ মার্চ ২০১৪ রাত ১২:০৬
সুমাইয়া হাবীবা লিখেছেন : তিনটি বই পেয়েছি। ১)ইস্তাম্বুল। ২) আল মাহমুদ উপন্যাস সমগ্র। ৩)এক জেনারেলের নীরব স্বাক্ষ্য, স্বাধীনতার প্রথম দশক।



২৪ মার্চ ২০১৪ রাত ১২:১৪
146897
চোথাবাজ লিখেছেন : আপনি তো অনেক কিছুই পাইছেন, আপু। আমি কিছুই পাই নাই? তয় বই গুলো ভালোই মনে হচ্ছে। কি বলেন?Angel
২৪ মার্চ ২০১৪ সকাল ১০:২২
147009
সুমাইয়া হাবীবা লিখেছেন : হ্যা তো। অনেক সুন্দর। আশা করছি এবার পাবেন। ইনশাআল্লাহ।Happy
আগেরবার ছোটখাটো যেসব ভুল-ত্রুটি হয়েছিল এবার নিশ্চই সেসব হবেনা। মডারেটররা শুধরে নেবেন। বিসমিল্লাহ বলে লিখে ফেলুন।
১৯
196887
২৪ মার্চ ২০১৪ রাত ০৩:২৩
ইবনে আহমাদ লিখেছেন : যারা পুরস্কার পেয়েছে তাদের জন্য রইল শুভেচ্ছা। পুরস্কার পাবার জন্য যা যা প্রয়োজন তা জানালে চেষ্টা করা যেতে পারে।
২০
196896
২৪ মার্চ ২০১৪ রাত ০৩:৫৩
ভিশু লিখেছেন : আমি একটু দূরে আছি, তাই কেউ কি আমার বিয়ের পুরস্কারটা নিয়ে রাখবেন একটু...Sad
২১
196958
২৪ মার্চ ২০১৪ সকাল ১০:৪৪
আয়নাশাহ লিখেছেন : ব্লগাইলেও পুরস্কার মিলে!
টু ডে ব্লগের হেড মাস্টারের মাথায় বুদ্ধি আছে।
আমিও দেখি এরকম ব্লগাইতে পারি কিনা।
তয়, পুরস্কারের নিশ্চয়তা না পেলে কিন্তু আমি নাই।
২২
197153
২৪ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪৭
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আমার পুরুস্কার আজকে পাইলাম-

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File