কণস্টান্টিনপোল আর খন্দকের অবরোধ কি হারাম ছিল?

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৫ অক্টোবর, ২০১৭, ০৩:০৩:৩০ দুপুর

কণস্টান্টিনপোল বিজয়ের হাদীস পড়ে আমরা পুলকিত হই, খন্দকের যুদ্ধের কৌশল নিয়ে আমরা গর্ব করি

কনস্টান্টিনপোলকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল আর খন্দকের যুদ্ধে খন্দক খনন করে কাফেরদের পথ রুদ্ধ করে দেয়া হয়েছিল।

এই দুই ঘটনার বিষয়ে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কি মত?

ঐ দুই কাজ যারা করেছিলেন তাদের ঈমানের ব্যাখ্যা কি?

হরতাল হারাম হওয়ার কন্টেস্টে ঐ দুই ঘটনাও কি হারাম না?

আর যারা ঘটনা ঘটিয়েছিলেন তাদের ঈমানও কি চলে যায়নি? (নাউজুবিল্লাহ)

আশা করি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহ তার লাইনের আহলে হাদীসের দাবীদাররা এর সঠিক জবাব দিবেন অন্যথায় তাদের বক্তব্য প্রত্যাহার করবেন এবং নাকে ক্ষত দিয়ে নিজেদের ভুল স্বীকার করে নিবেন।

বিষয়: রাজনীতি

৬৯২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384206
১৫ অক্টোবর ২০১৭ দুপুর ০৩:০৪
আবু জারীর লিখেছেন :
384207
১৫ অক্টোবর ২০১৭ দুপুর ০৩:০৫
আবু জারীর লিখেছেন :
384208
১৫ অক্টোবর ২০১৭ দুপুর ০৩:০৮
আবু জারীর লিখেছেন :
384211
১৬ অক্টোবর ২০১৭ রাত ০৪:৪৬
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : উনি হয়তবা বলতে চাইবেন, হরতালতো সহীহ হাদিসে খুঁজে পাচ্ছিনা (যদিও বিভিন্ন কেল্লা অবরোধের সহীহ রেফাঃ আমরা দেখি)। তাই, অন্যায়ে ও জুলুমের বিরুদ্ধে অস্র নিয়ে লড়াই করতে হবে মানে জিহাদে নামতে হবে ।
১৭ অক্টোবর ২০১৭ দুপুর ০৩:৩৬
316952
আবু জারীর লিখেছেন : সাধারণ মানুষ যা বুঝে প্রায়ই ওনারা তাও বুঝেনা!
ধন্যবাদ।
384223
১৭ অক্টোবর ২০১৭ বিকাল ০৫:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : তবে এ বক্তব্য নিয়ে আহলে হাদীস নিয়ে ওঠে পরে লাগার কোনো অর্থ হয়না। সাথে থাকলে মধু, কোনো বিষয়ে সমালোচনা করলে বিষ! কেন! জামাত ইসলাম এবং শিবিরে আহলে হাদীসের অসংখ্য লোক আছে মনে রাখতে হবে
২১ অক্টোবর ২০১৭ দুপুর ০১:০৬
316963
আবু জারীর লিখেছেন : আহলে হাদীসের সাথে বা যারাই ইসলাম পছন্দ করে তাদের সাথে জামায়াতের কোন বিরোধ নেই। বিতর্কের সূচনা তারাই করেছে। ধন্যবাদ।
২১ অক্টোবর ২০১৭ দুপুর ০১:০৭
316964
আবু জারীর লিখেছেন : আহলে হাদীসের সাথে বা যারাই ইসলাম পছন্দ করে তাদের সাথে জামায়াতের কোন বিরোধ নেই। বিতর্কের সূচনা কথিত আহলে হাদীসের লোকেরাই করেছে। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File