প্রেম পাগল

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৪:৩০:৪২ রাত

মনকে বুঝাই করিস না তুই

প্রেম পাগলামি আর,

তোর জন্যই তো স্যারের হাতে

খেলাম কত মার।


মিছে মোরে নষ্ট করে

লাভ হবে কি তোর,

প্রেমের নেশায় বানাইলি তুই

প্রেমের নেশাখোর।

বাপ মানে না, লজ্জাহীনা

নিত্য করে ঢং

বিয়ের বয়স হয়নি তবু

চায় সে নব সং।


গোঁফ উঠেনি, ভাবটা এমন

হয়নি বয়স কম,

বিয়ের পাগল মইত্যা তবু

ছাড়ে বড় দম।

মন নহে তো পাগলা গারদ

মিছে জ্বালায় মোরে,

পাইলে কষে মারতাম ঠেসে

কানটা টেনে ধরে।

বিষয়: বিবিধ

১৬১৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355462
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৪:৩৫
ভিশন২০২১ লিখেছেন : আহারে, এই বয়সেও দেখি মনে অনেক প্রেম...
২৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:১৫
295308
প্রবাসী মজুমদার লিখেছেন : পৃথিবীতে যদি কোন আশ্চর্য বিষয় থাকে তা মানুষের মন। তা সত্যিই বিচিত্র। সহস্যময় এ মন মানুষকে কখনও বুড়ো হতে দেয়না। ধন্যবাদ।
355470
২৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:০২
কাহাফ লিখেছেন : এত সব যদি বুঝত তাহলে তো আর 'প্রেম' প্রেমময়ই থাকত না!
উল্টা-পাল্টা কর্মের নামই তো 'প্রেম'!
২৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:১৬
295309
প্রবাসী মজুমদার লিখেছেন : বিয়ে পুর্ব প্রেম আর বউয়ের ভালবাসায় পার্থক্য নির্নয় বড় কঠিন। ধন্যবাদ আপনাকে।
355474
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:১০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

প্রেমের মরা জলে ডোবেনা....

এ নেশা মরার আগে ছাড়েনা
২৯ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৪:১৭
295310
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্যি কথা বলেছেন। ৮০ বছরের বৃদ্ধার কাছেও কল্পনায় চির যুবক একটি মানুষ। এর অনুভুতিই অন্যরকম। ধন্যবাদ।
355483
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিয়ের ইন্টারভিউ দিতে দিতে প্রেম!!
355509
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪২
গাজী সালাউদ্দিন লিখেছেন : কি হে, পড়ন্ত বিকেলে এসে মনে রঙ ধরেছে বুঝি!
355540
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২১
শেখের পোলা লিখেছেন : নাঃ নাঃ চির সবুজ কথায় অবুঝ মনটারে ক্ষমা করে দেন ভাই৷ ধন্যবাদ৷ দারুন৷
355546
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০১
আফরা লিখেছেন : মনের বয়স কখনো বাড়ে না আবার ও প্রমানিত হল ।
অনেক ধন্যবাদ ভাইয়া ।
355582
২৯ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:০৮
দ্য স্লেভ লিখেছেন : প্রেমের বয়স সর্বদাই ১৭/১৮....হোকনা দেহের বয়স ৭১,৮১ ......
358940
০৮ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:০৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আসল প্রেমের বয়স এই তো শুরু!! ভাল লাগলো। ধন্যবাদ।
১০
361460
০৫ মার্চ ২০১৬ রাত ০৮:০৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : ব্লগে নিয়মিত হওয়ার অনুরোধ থাকল
১১
361809
০৮ মার্চ ২০১৬ বিকাল ০৫:৫৪
প্রবাসী মজুমদার লিখেছেন : না আসতে পারার যাতনায় আমিও নিজের উপর ক্ষুব্ধ। ধন্যবাদ।
১২
362898
১৯ মার্চ ২০১৬ দুপুর ০১:৫১
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু! ভালো লাগলো প্রেম নিয়ে লেখাটি। জাযাকুমুল্লাহ খাইরান। আপনাকে নিয়মিত আশা করছি ব্লগে।
২০ মার্চ ২০১৬ সকাল ১০:১৫
300892
প্রবাসী মজুমদার লিখেছেন : ্ওয়ালাইকুম সালাম। ব্যস্ততা যেন আমাকে গিলে ফেলেছে। হাজারো কাজের মাঝে নিজকে খুজে পাইনা। ব্লগে আসার অদম্য ইচ্চা। তবু্ও হাল ছাড়িনি। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File