অসমাপ্ত যাত্রার কৈফিয়ত

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১৭ ফেব্রুয়ারি, ২০১৭, ০২:২৮:১০ দুপুর

সকল ব্লগারকে সালাম ্ও শুভেচ্ছা। অনিচ্ছা সত্বে্ও ব্লগ বাড়ীতে অনুপস্থিতির হাজিরাটা অনেকটা বেশী বাড়া বাড়ীর মতই হয়ে গেল। তাই নিজের বিরুদ্ধে নিজের কৈফিয়ত নিয়েই হাজির হলাম।

প্রবাস জীবন। এ এক ব্যাতিক্রমধর্মী লাইফ ষ্টাইল। এখানে নিজের বেদনাগুলোই নিজে নিত্য গিলে ফেলতে হয়। চীতকার দিয়ে লাভ নেই। শত আত্মীয়স্বজন আর ভালবাসার স্নিগ্ধে ভরা গ্রামের সবুজ ভূমিতে বেড়ে উঠা মানুষগুলো উত্তপ্ত মরুভুমিতে বসবাস যেন পানির মাছ ডাঙ্গায বাস করা। আজ আমরা সেই ডাঙ্গারই এক পরিবর্তিত জীব। কখন্ও শ্রমিক, কখন্ও অফিসার, কখন্ও ধনী, কখন্ও ব্যর্থ এক জীবন্ত পাথর।

প্রবাস জীবন যেন পোড় খা্ওয়া জীবনের মাঝে ডুব দিয়ে তুলে আনা র্নিবাক মানুষদের কালের শ্রেষ্ঠ এক অনবদ্য জীবন্ত কাব্য। সে কাব্যিক কথাগুলো যদি কোন সুনিপুন কথা সাহিত্যিক হৃদয় দিয়ে বুঝতে পারতো। তাহলে প্রবাসীদের না বলা সব যাতনা নিয়ে লেখা সাহিত্য হতো পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য।

তাই প্রবাসী ব্লগারদের সাহিত্য পদচারণা দেখে আমি আশাহত হবার পাশাপাশি আশাবাদী ্ও হই। আহ, এরা যদি আমার মত ব্লগে অনুপস্থিত না হয়ে এটাকে নেশা হিসেবে নিতো, তাহলে আজকের বাংলা বইমেলায় এরাই কিং বদন্তীর নায়ক হয়ে নেতৃত্ব দিতো। মানুষেরা পতংগের মত ছুটে আসতো এদের দিকে।

আমার প্রশ্ন হলো...

অনাগত ভবিষ্যতের সেই খ্যাতিনামা লেখকরা জেগে আছে কি?

বিষয়: বিবিধ

১৪১০ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381904
১৭ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:২২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় বিদ্রোহী ভাইয়া।

শত হতাশার মাঝেই বুঝি সুসাহিত্যিকের আগমন আজ ব্লগ পাড়ায়। আঁধার কৃষ্ণ রাত্রিতে একরাশ বেদনার ভাঁজে ভাঁজে খরস্রোতা নদীর কিনারে দাঁড়িয়ে আশার প্রদীপ দিয়ে এগিয়ে আসা সত্যিই অপূর্ব। আপনার হৃদয়ের গভীরের সুপ্ত বাসনাগুলো সব প্রতিকূলতা ডিঙিয়ে বাস্তবতাকে ছুঁয়ে যাক এই প্রত্যাশা আমারও।

লিখাটি অনুভূতিতে আলোড়ন জাগালো।

জাজাকাল্লাহু খাইর।
১৭ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:০৮
315725
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার শাব্দিক শৈল্পিতার কাছে আমার লিখা যেন ম্লান হযে গেল। ভাল লাগল সাহিত্য রসের চমতকার শব্দ চয়ন দেখে। আপনাকে ধন্যবাদ কলিজার সবটুকুন ভালবাসা দিয়ে এমন গোছালো মন্তব্য করার জন্য।
০৩ মার্চ ২০১৭ রাত ০৮:১২
315839
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
http://www.natun-bd.net/blog/blogdetail/detail/6327/mbanu/81303
381905
১৭ ফেব্রুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ। নতুন ব্লগার ও আসতে হবে পুরনো দের নিয়মিত েহতে হবে।
১৭ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৯:১১
315726
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার মত পুরোনো কথা সাহিত্যিকদের পদচারণায় আমার মৃত ব্লগ বাড়ী আবার গরম হতে শুরু করল। ফেসবুকের দাপাদাপিতে ব্লগ কিছুটা স্তিমিত হলে ্ও ব্লগের তুলনা করা কঠিন। তবু্ও পুরোনোদের শানিত লিখা আর নতুনদের উতসাহ সব মিলিয়ে ব্লগ জমবে এটাই স্বাভাবিক। আল্লাহ আমাদের সবাইকে আবার ্ও ব্লগিঙ করার তৌফিক দান করুন। আপনাকে ধন্যবাদ।
381912
১৮ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০৩:৩৭
কাহাফ লিখেছেন : ওয়াইকুম সালাম মুহতারাম ভাই!
সুনিপুণ শব্দ চয়ণে প্রবাসীদের সীমাবদ্ধতা ও তাদের কে উৎসাহিত করণ আলোড়িত করবেই ইনশা আল্লাহ!
রাতের সব গভীরতা মাড়িয়েই সুব হে সাদিকের সোনালী আগমন হবে!
জাযাকুমুল্লাহু খাইর!!
১৮ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০২:০৬
315728
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি আপনার সাথে একমত। আমাদের হাজারো ব্যস্ততা আছে। গুরুত্ব আর লক্ষ্যর দিকে খেয়াল করে যদি লিখাকে দৈনিক শানিত করি, তাহলে লেখক হিসেবে খ্যাতি টা অনেক বড়। যাযাকাল্লাহু খায়ের।
381913
১৮ ফেব্রুয়ারি ২০১৭ সকাল ০৮:৫৯
হতভাগা লিখেছেন : নেশা হিসেবে না নিয়ে এমেচ্যারভাবেই লিখুন । তাতে অভিজ্ঞতা শেয়ার হবে , জানাও হবে অনেক না জানা কিছু।
১৮ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০২:০৭
315729
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকে ধন্যবাদ আমার ব্লগ বাড়ীতে হৃদয়ের অনুভূতি রেখে যাবার জন্য। সাথে আছি। ইনশাল্লাহ।
381919
১৮ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ১২:৪০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, মুহতারাম আপনাদের মত সিনিয়র ব্লগারদের অনুপস্থিতিতে ব্লগটা কেমন জানি জিমিয়ে পড়ছে। প্রতিদিন অন্তত একবার করে হলেও যদি ব্লগে প্রবেশ করি, আপ প্রতি ১০/১৫ পর পর হলেও যদি একটা লিখা পোস্ট করি, তাহলে আমার মনে হয় ব্লগটি আবার সক্রিয় হবেই ইনশাআল্লাহ।
ধন্যবাদ আপনাকে, আমিও প্রায় ৭/৮ মাস অনুপস্থিত ছিলাম
২০ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০১:১৫
315740
প্রবাসী মজুমদার লিখেছেন : এজন্যই নিজের বিরুদ্ধে কৈফিয়ত নিয়ে হাজির হলাম। থাকার অদম্য আগ্রহ আছে। কঠিন বাস্তবতার সাথে যুদ্ধ করে এগিয়ে যাবার যে নিরন্তর প্রচেষ্টা তা মাঝে মাঝে নড়ে যায় বলেই আমার চেষ্টা শুরু করলাম।
381921
১৮ ফেব্রুয়ারি ২০১৭ দুপুর ০২:০৮
প্রবাসী মজুমদার লিখেছেন : এজন্যই নিজের বিরুদ্ধে কৈফিয়ত নিয়ে হাজির হলাম। থাকার অদম্য আগ্রহ আছে। কঠিন বাস্তবতার সাথে যুদ্ধ করে এগিয়ে যাবার যে নিরন্তর প্রচেষ্টা তা মাঝে মাঝে নড়ে যায় বলেই আমার চেষ্টা শুরু করলাম।
381928
১৯ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০১:৫৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২০ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০১:১৬
315741
প্রবাসী মজুমদার লিখেছেন : সালাম ভাই। অনেকদিন পর পেলাম আপনাকে। লেংটা কালের বন্ধু পা্ওয়ার মতই ভাল লাগছে। আাপনি কেমন আছেন? এখন কোথায় থাকেন?
381943
২০ ফেব্রুয়ারি ২০১৭ রাত ০১:১৬
প্রবাসী মজুমদার লিখেছেন : সালাম ভাই। অনেকদিন পর পেলাম আপনাকে। লেংটা কালের বন্ধু পা্ওয়ার মতই ভাল লাগছে। আাপনি কেমন আছেন? এখন কোথায় থাকেন?
383002
১৭ মে ২০১৭ রাত ০৩:৫৪
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আস্সালামু আলাইকুম...,মজুমদার ভাইয়ের সরব উপস্থিতি আমাদের মতো নগন্য়দের জাগরিত করে...,আমিও অনেকদিনপর এলাম,এসেই ওস্তাদকে খুজে বাহির করলাম, Big Hug Rose পিলাচ পিলাচ অনেক ধন্যবাদ।
২৮ মে ২০১৭ সকাল ০৫:২৫
316448
প্রবাসী মজুমদার লিখেছেন : বার বার ব্লগ আঙ্গীনায় থাকার অঙ্গীকার করেও জীবন যুদ্ধের কঠিন বাস্তবতার অথৈ সাগরের ঢেউয়ের প্রচন্ড ধাক্কায় সিটকে পড়ে যাই। ব্লগে আবার ফিরে আসব। অনেকগুলো অনুপস্থিতির হাজিরা আজ দিতে এতে কৈফিয়ত যেন আমাকে স্তব্ধ করে দিয়েছে। কবি মুন্সীকে পেয়েই ভাল লাগল। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File