ছোট ছোট বালুকণা - ৫

লিখেছেন লিখেছেন রেহনুমা বিনত আনিস ২৬ অক্টোবর, ২০১৪, ০৮:৩৫:২১ সকাল

সামিয়া সিদ্ধান্ত নেয় এবার সাহস করে মাসরুরের সাথে কথা বলতেই হবে, আর এভাবে চলতে পারেনা। তবে বান্ধবী পরামর্শ দিয়েছে সুস্থিরভাবে কথা বলতে হবে, কারণ ঝগড়ার মুডে চলে গেলে দু’জনই কথা বলতে থাকে, কিন্তু কেউ কারো কথা শোনেনা। দরজার বাইরে দাঁড়িয়ে পাঁচ মিনিট ভেবে নেয় সামিয়া কিভাবে কথা শুরু করা যায়, তারপর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। মাসরুর মাথা তুলেও তাকায়না। ঢোঁক গিলে সামিয়া। তারপর গলাটাকে যথাসম্ভব স্বাভাবিক করে বলে, ‘আপনার পড়া শেষ হলে একবার ভেতরে আসবেন প্লিজ। কথা আছে’।

মাসরুর অবাক হয়ে তাকায়, ‘কি কথা? এখনই বলতে পারো’।

সামিয়া মাথা দুলিয়ে বলে, ‘নাহ। আপনি শেষ করেই আসুন’।

মাসরুরকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমের দিকে পা বাড়ায় সামিয়া। পাঁচ মিনিট পর দেখে মাসরুর এসে উপস্থিত। অভাবনীয় এই ঘটনায় বেশ চিন্তিত দেখাচ্ছে বেচারাকে।

দরজার দুই ইঞ্চি ভেতরে দাঁড়িয়ে মাসরুর জিজ্ঞেস করে, ‘কোন সমস্যা হয়েছে সামিয়া?’

সামিয়া মুচকি হেসে বলে, ‘আহা, এভাবে কি কথা বলা যায়? আসুন, এখানে এসে বসুন। নইলে যে চিৎকার করতে হবে!’

মাসরুর এসে বিছানার পায়ের কাছে বসে। সামিয়ার মাথায় দুষ্টুমী চাপে, বলে, ‘আরাম করে বসুন প্লিজ। ভয় পাবেন না, আমি কোন হিংস্র পশু নই যে সুযোগ পেয়েই শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ব’।

এবার মাসরুরের গম্ভীর মুখেও হাসি ফোটে।

সামিয়া এবার সিরিয়াস হয়ে বলে, ‘আমি বুঝতে পারছি আমি কিছু একটা অন্যায় করেছি, কোনভাবে আপনার মনে কষ্ট দিয়েছি। কিন্তু তাই বলে এভাবে দিনের পর দিন আপনি আমাকে চার্জ গঠন, তদন্ত বা সাক্ষ্যপ্রমাণ ছাড়া শাস্তি দিয়ে যাবেন এটাও তো কোন কাজের কথা না। আপনি যদি আমাকে খোলাখুলিভাবে বলতেন আমার কোন জিনিসটি আপনাকে কষ্ট দিয়েছে তাহলে আমি অন্তত নিজেকে সংশোধনের সুযোগ পেতাম। এটুকু অধিকার তো আমার থাকা উচিত, না’কি?’

মাসরুর অবাক হয়, ‘শাস্তি?!’

‘আমাদের বিয়ে হয়েছে আজ তিনমাস। আপনি আমার সাথে কাজের বাইরে ক’টা কথা বলেছেন? আমরা একসাথে কবে কোথায় বেড়াতে গিয়েছি? মারযান আজ জিজ্ঞেস করছিলো আমরা আলাদা থাকি কেন। আমি কোন উত্তর দিতে পারিনি, কারণ আমি নিজেই জানিনা ...’

মাসরুর মনের ভেতর কথাগুলো গুছিয়ে নেয়, তারপর ধীরে ধীরে বলে, ‘সামিয়া, বিশ্বাস কর, বিয়ের রাতেই প্রথম আমি বুঝতে পারি আমার কারণে তোমার স্বপ্নভঙ্গ হয়েছে। কিন্তু তখন আমার আর কিছুই করার ছিলোনা, তোমার অধিকার নিশ্চিত করা ছাড়া। একদিন আগেও যদি তুমি আমাকে জানাতে তাহলে আমি নিজে তোমাকে আবদুল্লাহ ভাইয়ের সাথে বিয়ে দেয়ার চেষ্টা করতাম। কিন্তু তখন আর আমার পরিবারকে এসব কথা জানানো সম্ভব ছিলোনা। তাই আমি চেষ্টা করেছি এখানে সবার সাথে যেন তুমি মিলেমিশে থাকতে পারো, এতে হয়ত তোমার এখানে মানিয়ে নেয়াটা সহজ হবে। ওদের আমি তোমার কষ্ট বোঝাতে পারতাম না, কিন্তু অন্তত চেষ্টা করেছি আমার নিজেকে তোমার ওপর বোঝা হিসেবে চাপিয়ে না দিতে ...’।

রাগে মুখ লাল হয়ে যায় সামিয়ার, ‘আপনি কি ভেবেছেন, ভেবেছেন কি আপনি? আবদুল্লাহ ভাইয়ের সাথে আমার প্রেম ছিলো? আমি আপনাকে আমার মনের কথা খুলে বললাম যেন আমাদের বন্ধুত্ব দৃঢ় হয়, আপনাকে আমার গোপন ইচ্ছার কথা জানালাম যা আমি কোনদিন আমার বাবামার সাথেও শেয়ার করিনি। আপনাকে উদাহরণ হিসেবে একজন চালচুলোহীনের কথা বললাম, যে এমন কেউ হলে হয়ত আমি তাঁর অভাব পূরণ করতে পারতাম, আর ওমনি আপনি ধরে নিলেন ...’

বেশি রেগে গেলে সামিয়ার মুখে কথা জোগায়না, মাসরুরের মনোযোগী ভঙ্গিতে কথা শোনা ওকে আরো ক্ষেপিয়ে তোলে, নিজের অক্ষমতায় চোখের কোণে জল জমতে থাকে ওর, কিন্তু সে দাঁতে দাঁত চেপে সামলাতে থাকে, এই মূহূর্তে কিছুতেই দুর্বলতা প্রকাশ করা চলবেনা।

মাসরুর সব শুনে বলে, ‘সরি, এখন বুঝতে পারলাম আমি তোমার কথার ভুল ব্যাখ্যা করেছিলাম। কিন্তু তুমিও তো আমার অর্থনৈতিক অবস্থানের কারণে আমাকে ভুল বুঝেছ! তুমি আমাকে একজন মানুষ হিসেবে মূল্যায়ন না করে টাকায় মেপেছ, যেন যার টাকা আছে তার আর কিছুর অভাব থাকতে পারেনা! সামিয়া, আবদুল্লাহ ভাইয়ের অনেক কিছুর অভাব ছিলো যা স্পষ্টভাবে চোখে পড়ে। কিন্তু তুমি কি একবারও ভাবোনি প্রাচুর্যের মাঝেও আমার কিছু অভাব থাকতে পারে, একজন ভালো বন্ধুর প্রয়োজন থাকতে পারে যার কাছে আমি আমার মনটাকে মেলে ধরতে পারি যেন সেখানে তুমি তোমার মমতার পরশ বুলিয়ে কষ্টগুলো মুছে দিতে পারো?’

সামিয়া মুখ নামিয়ে নীচুস্বরে বলে, ‘আমি আমার ভুলটা পরদিনই বুঝতে পেরেছি, আপনাকে না বুঝে কষ্ট দেয়ার জন্য প্রতিটা দিন অনুশোচনায় দগ্ধ হয়েছি, কিন্তু আপনার গড়ে তোলা প্রাচীর পেরিয়ে আপনার কাছে স্বীকার করতে পারিনি’।

কিছুক্ষণ দু’জনই চুপ। সন্দেহের ছোট ছোট যে বালুকণাগুলো এতদিন ওদের হৃদয়ের কোমল আঙ্গিনায় সুঁচের মত বিঁধে রক্তাক্ত ক্ষতবিক্ষত করছিলো সেগুলো একে একে নিশ্চিহ্ন হতে থাকে। এই ক্ষতগুলো দুই হৃদয়ের মাঝে বন্ধনকে আরো মজবুত করে। কিন্তু অনেকেই বোঝেনা, অনেক সময় দাম্পত্য সম্পর্কের ভালো অংশটুকু আসে কিছু বেদনার পর। অনেকেই ভড়কে যায়। কিন্তু একটু ধৈর্য্য ধরতে পারলে সেই বেদনা মানুষকে নিজেকে চিনতে, পুণর্গঠিত করতে, পরস্পরকে বুঝতে এবং একজন আত্মপ্রত্যয়ী মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করে। দু’জনে পরস্পরের মন্দটুকু দেখে নেয়ার পর আর কিছুই তাদের পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনা। নিকষ কালো আঁধার রাতের পরই ফুটে ওঠে ভোরের সোনালী আলো।

সময়টা উপযোগী নয় বুঝেও সামিয়া এতদিন চেপে রাখা কৌতুহলটা আর চেপে রাখতে পারেনা, ‘একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে। আপনি আমার মত একটা সাধারন আর বোকা মেয়েকে কি দেখে বিয়ে করেছিলেন বলেন তো? আপনি তো চাইলে নায়িকা বিয়ে করতে পারতেন!’

মাসরুর দুষ্ট হাসি হেসে বলে, ‘নায়িকা বিয়ে করলে তো তার সৌন্দর্য্য সবাই উপভোগ করত, আমি চেয়েছি আমার বৌয়ের সাহচর্য শুধু আমিই উপভোগ করব’।

তারপর বুঝানোর ভঙ্গিতে বলে চলে, ‘আমি চেয়েছি এমন একটা সহজ সরল মেয়ে যে আমার পরিবারকে ভালবেসে গ্রহণ করবে, যার পরিবারকে আমি গ্রহণ করতে পারব; যে আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, যার কাছে আমি মনের কথা খুলে বলতে পারব; যে আমাকে আমার সমস্ত দৈন্যসহকারেই গ্রহণ করবে এবং আমাকে পরিপূর্ণ করে নেবে। আমি তোমার মাঝে এই যোগ্যতা দেখতে পেয়েছিলাম, তাই তোমাকে পেয়ে এত খুশি হয়েছিলাম’।

সামিয়ার চেহারায় বেদনার ছাপ ফুটে ওঠে, ‘বিনিময়ে আমি আপনাকে কষ্টই দিলাম!’

‘কই, নাতো! সামিয়া, অল্প বয়সে দুনিয়াদারীতে জড়িয়ে যাওয়ায় আমার মাঝে অনেক ত্রুটির বিস্তার ঘটেছিল। আমি একসময় নামাজের ব্যাপারে অনিয়মিত হয়ে পড়ি, তোমাকে দেখে আমি আবার নিয়মিত নামাজ পড়তে শুরু করি। কুর’আনের সাথে সম্পর্ক তো প্রায় তালাকের পর্যায়ে চলে যায়, তোমার সুমধুর তিলাওয়াত শুনে আমি আবার কুর’আনের কাছে ফিরে আসি। তোমাকে ইম্প্রেস করার জন্য মাস্টার্সে ভর্তি হলাম, নইলে যদি বল এই জামাই আমার চলবেনা! হা হা হা। কিন্তু আসল কথা হোল, তুমি আমাকে দুনিয়ার কাছ থেকে টেনে এনে একটি বৃহত্তর লক্ষ্যের দিকে ধাবিত হতে উদ্বুদ্ধ করেছ। আর এ’ সবই তুমি করেছ আমার সাথে বিশেষ কথাবার্তা না বলেই। তাহলে কল্পনা কর তো আমরা একসাথে হলে আরো কত কি করতে পারি!’

হাত বাড়িয়ে দেয় সামিয়া, ‘এবার বলুন, আমার সমস্ত দৈন্যসহকারে আপনি আমাকে একজন পরিপূর্ণ বন্ধু হিসেবে গ্রহণ করবেন কি’না যাকে আপনি মনের সব কথা খুলে বলবেন, যার ত্রুটিগুলো আপনি চুপ করে না থেকে সংশোধন করতে সহযোগিতা করবেন, যার কোন ব্যাপারে সন্দেহ হলে আপনি চুপ করে না থেকে তাকে জিজ্ঞেস করবেন?’

মাসরুর দু’হাত পেতে গ্রহন করে নেয় সামিয়ার বন্ধুত্বের আমন্ত্রণ। আকাশের তারারাও আনন্দে ঝিকমিক করে ওঠে ওদের মুখের হাসি দেখে।

(সমাপ্ত)

বিষয়: বিবিধ

২২৭৮ বার পঠিত, ৭৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278216
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৭
অনুরণন লিখেছেন : একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেল। ভেবেছিলাম আরও কয়েক পর্ব থাকবে।

চার পর্ব পর্যন্ত খুব ভালো লেগেছে।
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২৩
222019
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনি ফলো করছিলেন তাই তো জানতাম না! সবাই পাগল বানিয়ে ফেলছিল তাড়াতাড়ি শেষ করার জন্য। আপনি বযালেন্স করলে হয়ত এই পর্বটাও আপনার ভালো লাগার মত লিখতে পারতাম :Thinking
278217
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৮
শেখের পোলা লিখেছেন : সকলের দাম্পত্য জীবন সুখের হোক৷ বেশ ভাল লাগল৷ধন্যবাদ৷
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২৪
222020
রেহনুমা বিনত আনিস লিখেছেন : শুরু থেকে সাথে থাকার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ Good Luck Good Luck
278219
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৪
সানওয়ার লিখেছেন : প্রতিটা পর্বই অনেক ভালো লেগেছে আপু। তবে "সমাপ্ত" শব্দটা দেখে মন খারাপ হয়ে গেলো, ভালো লাগার গল্প গুলো যদি অনন্তকাল চলত!
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২৫
222021
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এবার তো পাত্রপাত্রীর মিল হয়ে গেল। সুতরাং এই গল্প অনন্ত হয়ে গেল। কারণ দুনিয়াতে যারা সাথী হবে আখিরাতেও তারা এক্ত্রে থাকবে Happy
278220
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৫
দ্য স্লেভ লিখেছেন : নাহ পড়তে পড়তে আমার লজ্জা করছে Happy হালাল রোমান্টিক.....তা মেয়েটা এখনও আপনি আপনি করছে ক্যান ? তুই তুমি করে না ক্যান ??
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২৬
222022
রেহনুমা বিনত আনিস লিখেছেন : মাত্র তো বন্ধুত্ব হোল, সামনে তুপনিও বলবে Tongue
278222
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৬
মোস্তফা সোহলে লিখেছেন : গল্প তো গল্পই।বাস্তবে এমনটা কমই হয়।
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২৭
222024
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ঘটনাটা বাস্তব, উপসংহারটুকুই কাল্পনিক Happy
278237
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৬
রাইয়ান লিখেছেন : ইশ রে ....! শেষই করে দিলেন আপু ! মান অভিমান , মধুময় কলহ , মিষ্টি খুনসুটি , মান ভাঙানো পর্ব ..... কত কিছুই না আশা করে বসেছিলাম ! Love Struck Smug Day Dreaming Day Dreaming
যাক , প্রতিটি শুরুর ই শেষ আছে , আবার একটি শেষ মানে অন্য একটির শুরু .... এই হিসেবমত আবার নতুন একটি মিষ্টি মধুর লেখা আমাদের পাওনা হয়ে রইলো , উঁহু .... না বলার কিন্তু কোনো সুযোগই থাকছেনা ! Loserপরিশেষে , সুন্দর একটি পরিবারের সঙ্গে জুড়ে রাখার জন্য আপনাকে আমার হৃদয়ের আগল ভাঙ্গা শুভেচ্ছা জানাচ্ছি , শ্রদ্ধেয়া আপুজ্বি ! Rose Rose Rose
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৫
222042
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমি অতিরিক্ত বাস্তববাদী, তাই হয়ত 'মান অভিমান , মধুময় কলহ , মিষ্টি খুনসুটি , মান ভাঙানো পর্ব' আমার কেমন যেন ছেলেমানুষী মনে হয়। তবে অন্যদের লেখায় এগুলো পড়তে খারাপ লাগেনা। আপনার কাছ থেকে এমন একটি লেখার আবদার দিয়ে বসে রইলাম প্রিয় লেখিকা HappyLove Struck
278253
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১১:০১
ফাতিমা মারিয়াম লিখেছেন : ইশ! সামিয়া কেন? মিটমাটের উদ্যেগটা যদি মাসরুর নিত!


আপা আমি একটা গল্প লিখা শুরু করেছি। আমার জন্য একটু স্পেশাল দুয়া করেন যেন তাড়াতাড়ি লিখে শেষ করতে পারি। আজ থেকে মনে হয় ব্লগে দেয়া শুরু করব। অলসতার জন্য লিখে শেষ করতে পারছিনা।



২৬ অক্টোবর ২০১৪ সকাল ১১:৪৬
222066
রেহনুমা বিনত আনিস লিখেছেন : একেক পরিবারে একেকজন সমস্যার সমাধানে বেশি অগ্রসর হয়। আমি যেমন মাসরুরের মত গুম ধরে বসে থাকি আর হাফিজ সাহেব সামিয়ার মত এগিয়ে আসেন Tongue
হবে আপা, ইনশা আল্লাহ Happy আমার এই গল্পটা মাথা থেকে ডাউনলোড করতে বিশ বছর সময় লেগেছে। আপনার তো মাথা আমার মত ভোঁতা না, সুতরাং শীঘ্রই হয়ে যাবে ইনশা আল্লাহ Happy
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২২
222084
রাইয়ান লিখেছেন : বিশ বছর ...…..! Surprised Surprised Surprised
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৪
222097
ইবনে হাসেম লিখেছেন : রেহনুমা আপুরটা শেষ হয়ে গেল। এবার আপনারটার অপেক্ষায় রইলাম..
278272
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ আপু
২৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৭
222259
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ আদোপান্ত সাথে থাকার জন্য Good Luck
278281
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩৮
মামুন লিখেছেন : সবগুলো পর্বই পড়েছি। ভালো লাগলো।
অনেক ধন্যবাদ। পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম। Thumbs Up Thumbs Up Thumbs Up
২৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৪০
222260
রেহনুমা বিনত আনিস লিখেছেন : শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ Good Luck Good Luck
১০
278312
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০২
ইবনে হাসেম লিখেছেন : "কিছুক্ষণ দু’জনই চুপ। সন্দেহের ছোট ছোট যে বালুকণাগুলো এতদিন ওদের হৃদয়ের কোমল আঙ্গিনায় সুঁচের মত বিঁধে রক্তাক্ত ক্ষতবিক্ষত করছিলো সেগুলো একে একে নিশ্চিহ্ন হতে থাকে। এই ক্ষতগুলো দুই হৃদয়ের মাঝে বন্ধনকে আরো মজবুত করে। কিন্তু অনেকেই বোঝেনা, অনেক সময় দাম্পত্য সম্পর্কের ভালো অংশটুকু আসে কিছু বেদনার পর। অনেকেই ভড়কে যায়। কিন্তু একটু ধৈর্য্য ধরতে পারলে সেই বেদনা মানুষকে নিজেকে চিনতে, পুণর্গঠিত করতে, পরস্পরকে বুঝতে এবং একজন আত্মপ্রত্যয়ী মানুষ হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করে। দু’জনে পরস্পরের মন্দটুকু দেখে নেয়ার পর আর কিছুই তাদের পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনা। নিকষ কালো আঁধার রাতের পরই ফুটে ওঠে ভোরের সোনালী আলো।"

"মাসরুর দু’হাত পেতে গ্রহন করে নেয় সামিয়ার বন্ধুত্বের আমন্ত্রণ। আকাশের তারারাও আনন্দে ঝিকমিক করে ওঠে ওদের মুখের হাসি দেখে।"
গল্পের উপসংহারটি যেমন সুন্দর এবং শিক্ষনীয় হয়েছে তেমনি গল্পের সমাপ্তিটাও এমন নির্মল, পরিপাটি ও চমৎকার হয়েছে যে, একবার ভাবলাম মাসরুর এর স্থানে যদি সে না হয়ে আমি হতাম, অন্ততঃ কিছুক্ষণের জন্য হলেও....(হা, হা, হা, হা,বুড়ো বয়সে ভীমরতি Tongue Tongue Tongue)
২৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৩
222261
রেহনুমা বিনত আনিস লিখেছেন : পরিচ্ছন্ন রাখতে গেলে আবার অনেককে সন্তুষ্ট করা যায়না, তবুও পরিচ্ছন্নতাই পছন্দ Angel
তারপর যে যার পছন্দমত কল্পনা করে নিক, কি বলেন? Happy
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৬
223055
এস এম আবু নাছের লিখেছেন : হাসালেন বড্ড।
১১
278386
২৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সুন্দর একটি পরিবারের সঙ্গে জুড়ে রাখার জন্য আপনাকে আমার হৃদয়ের আগল ভাঙ্গা শুভেচ্ছা জানাচ্ছি , শ্রদ্ধেয়া আপুজ্বি ! Rose Rose Good Luck Good Luck
২৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৬
222262
রেহনুমা বিনত আনিস লিখেছেন : হবেনা, হবেনা! চিটিং, চিটিং! নিজের মন্তব্য চাই Loser Loser
২৭ অক্টোবর ২০১৪ রাত ০১:২৮
222279
ক্ষনিকের যাত্রী লিখেছেন : কপিপেস্টিং ভাইয়া। Tongue
২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩৭
222315
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying Crying আপনি ‘চিটিং’ লিখলেও আমি পড়েছি ‘টিচিং’ Tongue Tongue Tongue গল্প এত তাড়াতাড়ি শেষ করে দিছেন কেনু? Broken Heart তাই মন খারাপ হয়ে নিজের মন্তব্য করিনি Sad Sad @রেহনুমাপু
২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৪৩
222317
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Crying Crying Crying ভাপুনি, আমার পদবি ভরে আমি মরে যাবো মনে হচ্ছে Day Dreaming "দখলবাজ ভাইয়া" , "ফাঁকিবাজ ভাইয়া", "অলসের রাজা" , "মিউকেন" সহ আরো কত্ত কত্ত সুন্দর সুন্দর পদবি ও উপনাম যে আমি পেয়েছি! I Don't Want To See I Don't Want To See এখন আবার নতুন আরেক্টা --- "কপিপেস্টিং ভাইয়া" Worried Worried Surprised Surprised

তবে আমার মতো শেষের দিক থেকে পড়া শুরু করলে আমার কমেন্ট 'কপি-পেস্ট' মনে হতো না Tongue Tongue উল্টো অরিজিন্যালটাকেই কপিপেস্ট মনে হতো তখন Big Grin Big Grin Big Grin @যাত্রী ভাপু
২৭ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:০৬
222429
ক্ষনিকের যাত্রী লিখেছেন : বাহ্। বেশ চমৎকারতো আপনার পদবিগুলো। এগুলো কে দিলো আপনাকে? :Thinking Waiting
একটা উপনাম আপনার সাথে বেশ মানায়, সেটা হচ্ছে "অলসের রাজা"।Happy Tongue
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০০
222709
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এসব উপনামগুলো আমার প্রিয় ব্লগাররাই দিয়েছে আমাকে Straight Face আমি অনেক খুশি হয়েছি এসব নাম পেয়ে। অনেক সুউইট নাম Love Struck Love Struck

আচ্ছা, ভাপুনি..... "অলসের রাজা"টা যে আমার সাথে মানায় ...... আপনি কিভাবে বুঝলেন? Time Out Time Out Time Out আমি কি অলস Crying Crying Crying @যাত্রী ভাইয়াপুনি Tongue Tongue
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
222712
ক্ষনিকের যাত্রী লিখেছেন : প্রায়ই দেখি আপনার বিভিন্ন আলসেমী কাজ তাই বুঝলাম। Smug
যে কমেন্টার প্রতিমন্তব্যে লিখছি সেটাও একটা অলস টাইপের মন্তব্য। Tongue Rolling on the Floor
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
222745
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying ভাপুনি Crying Crying
২৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩২
222787
ক্ষনিকের যাত্রী লিখেছেন : Smug Smug
১২
278450
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৯:২২
ফুয়াদ সাদাত লিখেছেন : বরাবরের মতই অসাধারণ লেখা।
আপনার প্রায় সব লেখাই পড়েছি।
বারাকাল্লাহু ফীকি। Angel
২৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৬
222263
রেহনুমা বিনত আনিস লিখেছেন : যাজ্জাকাল্লাহ খাইর Happy
১৩
278482
২৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৫১
অনেক পথ বাকি লিখেছেন : মাসরুর দুষ্ট হাসি হেসে বলে, ‘নায়িকা বিয়ে করলে তো তার সৌন্দর্য্য সবাই উপভোগ করত, আমি চেয়েছি আমার বৌয়ের সাহচর্য শুধু আমিই উপভোগ করব’। Love Struck Love Struck Day Dreaming Day Dreaming
২৭ অক্টোবর ২০১৪ রাত ১২:২২
222269
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Happy
১৪
278488
২৭ অক্টোবর ২০১৪ রাত ১২:২৪
এস এম আবু নাছের লিখেছেন : পড়েছি অনেক আগেই। তবে সেলফোন থেকে আর মন্তব্য করা হয়ে উঠেনি। এখন আবার মন্তব্য করার ভাষাও খুঁজে পাচ্ছিনা। তাই Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
দোয়ার ফরিয়াদ রইলো আপু। মানে এখনও শুভ কাজটি হয়নিত, তাই। Love Struck Tongue
২৭ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৫
222273
রেহনুমা বিনত আনিস লিখেছেন : তাহলে তো এখনো সুযোগ আছে। তাহজ্জুদ পড়ে দু'আ করুন যেন আল্লাহ একজন উত্তম সাথী মিলিয়ে দেন যে দুনিয়া এবং আখিরাতে আপনার বেস্ট ফ্রেন্ড হবে Praying Praying Praying
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৩
223058
এস এম আবু নাছের লিখেছেন : আমি এই গল্পটি যে সেলফোন থেকে পড়েছিলাম সেটিই হারিয়ে গিয়েছে। Applause Applause
১৫
278497
২৭ অক্টোবর ২০১৪ রাত ০১:১১
এস এম আবু নাছের লিখেছেন : ইনশাআল্লাহ। আপু।
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৭:০১
222548
রেহনুমা বিনত আনিস লিখেছেন : HappyPraying
১৬
278503
২৭ অক্টোবর ২০১৪ রাত ০১:২৭
ক্ষনিকের যাত্রী লিখেছেন : উহ্ আপু এত তাড়াতাড়ি শেষ? Sad আরেক্টু দীর্ঘ করলে আরো ভালো লাগতো। Angelঅবশ্য আমি অপরিচ্ছন্ন হয় এমন কিছু বলছিনা। এমনগুলোতো পড়িওনা তেমন এক্টা। It Wasn't Me!
থাক! আরো সুন্দর সুন্দর গল্পের অপেক্ষায় রইলাম। Waiting Day Dreaming
২৭ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৪৪
222318
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Broken Heart Broken Heart Crying Crying আমিও আপুভাই এর সাথে আরো সুন্দর সুন্দর গল্পের অপেক্ষায় রইলাম। Loser Loser @যাত্রী ভাপুনি Tongue Tongue
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৭:০৩
222549
রেহনুমা বিনত আনিস লিখেছেন : উফ, আর পারবোনা। জবাব না দিলে মানুষ রাগ করে অথচ ভাত খাওয়ার সময় পাইনা সেটা কেউ বুঝতে চায়না। এবার বরং আপনারা লেখেন, আমি পড়ি Day Dreaming Day Dreaming
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:০২
222711
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Time Out Time Out Time Out উপরে ১১নং এ দেখেন, আপনার জন্য হাতুড়ি নাস্তা দেয়া হয়েছে ভাইয়ামণি আপু। @যাত্রী ভাপু Time Out Time Out Time Out
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১১
222713
ক্ষনিকের যাত্রী লিখেছেন : না আপুমনি, আমরা আর রাগ করবোনা। আগামীতে জবাব নাদিলে সবাই বুঝতে পারবে আপনি বিজি।Talk to the hand কিন্তু আপনার আরো সুন্দর সুন্দর গল্প থেকে আমাদের বঞ্চিত করবেন না প্লী.....জ । Day Dreaming Day Dreaming
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১২
222714
ক্ষনিকের যাত্রী লিখেছেন : না আপুমনি, আমরা আর রাগ করবোনা। আগামীতে জবাব নাদিলে সবাই বুঝতে পারবে আপনি বিজি।Talk to the hand কিন্তু আপনার আরো সুন্দর সুন্দর গল্প থেকে আমাদের বঞ্চিত করবেন না প্লী.....জ । Day Dreaming Day Dreaming@রেহনুমা আপুমনি
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
222746
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Time Out Time Out Surprised Time Out Time Out
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
222747
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভাপুর আইডিটাও বুঝি দুইজনে ইউজ করে! Time Out Time Out Surprised Time Out Time Out
২৮ অক্টোবর ২০১৪ রাত ০৯:৩১
222786
ক্ষনিকের যাত্রী লিখেছেন : আমার মন্তব্য দুটি একই কিন্তু আপনার মন্তব্যে ঘুরে আসুন, বুঝবেন তখন কেনো বলেছি আমি ।Talk to the hand @হারিকেন ভাইয়া
১৭
278718
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৮
বৃত্তের বাইরে লিখেছেন : একই ঘরে থেকে মান অভিমান ভাঙ্গানোর জন্য তিন মাস অনেক দীর্ঘ সময়। তবু ভাল জ্ঞানী শ্বাশুড়ি, ননদিনী এগিয়ে এসেছেন। অনেক সময় অপরিচিতরাও অনেক আপন হয়ে যায় যা আপনজনের কাছে বলা যায় না। এক্ষেত্রে বান্ধবীর ভূমিকাটাও প্রশংসা করার মত। সবমিলিয়ে সুন্দর গল্প। ভাল লাগলো। Good Luck Star
গল্পের প্লটটি যেহেতু বিশ বছর ধরে তৈরি হয়েছে, ঘটনাটাও সত্যি তাই শুভকামনা রইলো গল্পের নায়ক, নায়িকা এবং পরিবারের সকলের জন্য Love Struck Rose Good Luck
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৭:০৭
222550
রেহনুমা বিনত আনিস লিখেছেন : গল্পের প্লট বিশ বছর ধরে তৈরী হয়নি আপু, এই ঘটনাটা ঘটেছে প্রায় ২৩/২৪ বছর আগে। তখন থেকেই ইচ্ছা ছিলো লিখব, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এবার আলহামদুলিল্লাহ, আল্লাহ তাওফিক দিলেন। আসল ঘটনায় বিচ্ছেদ চলছিলো আরো দীর্ঘ সময়, শ্বশুর শাশুড়ি বৌয়ের পক্ষে থাকলেও ছেলেকে কিছুতেই ফিরানো যাচ্ছিলোনা।
১৮
278841
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৮
নিরবে লিখেছেন : মোহনীয় সৌন্দর্যে শেষ করলেন আপু।

আমিও আপনার সাথে একমত।খুনসুটি,মান,অভিমান,...টাইপের কিছু না থাকায় গল্পটা বাস্তব হয়েছে।এই ছেলেমানুষি ব্যাপারগুলা সাধারনত সিনেমা,উপন্যাসে দেখা যায়।
বাস্তবতার কঠিন সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য শুকরান আপুমনি।
২৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫৪
222890
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আসলে দু'জনের মাঝে সম্পর্কই যেখানে গড়ে ওঠেনি সেখানে মান অভিমান আসবে কোথা থেকে?
তাছাড়া আমি খুব রসকষহীন মানুষ। নিজেই কোনদিন এসব করতে পারলাম না, অন্যদের দিয়ে করাব কিভাবে? Worried Worried
১৯
278900
২৮ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৭
এস এম আবু নাছের লিখেছেন : "শ্বশুর শাশুড়ি বৌয়ের পক্ষে থাকলেও ছেলেকে কিছুতেই ফিরানো যাচ্ছিলোনা।"- ব্যাপারটি দুঃখজনক। আপু, আপনি এরকম ছোট লিখাই লিখবেন। আমি আবার একটু কম ধৈর্য্যের মানুষ। তাই তর সইয়ে পারিনা। Good Luck
২৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫৫
222891
রেহনুমা বিনত আনিস লিখেছেন : হা হা, আমারও ধৈর্য্য কম। ভালোই হোল আমরা পরস্পরের পাঠক হিসেবে ভালোই করব Happy
২০
279093
২৮ অক্টোবর ২০১৪ রাত ১১:৪০
লজিকাল ভাইছা লিখেছেন : প্রথম ধন্যবাদ সিম্পল একটা কাহিনী, অসাধারণ করে ফুটিয়ে তোলার জন্য। ২য় ধন্যবাদ, বিষয়বস্তু সিম্পল কিন্তু এর গুরুত্ব অনেক । ৩য় ধন্যবাদ , একটা পজেটিভ মেসেজ দিলেন তার জন্য। ৪র্থ ধন্যবাদ, ট্র্যাজেডি ছিলোনা তার জন্য। ৫ম ধন্যবাদ, ওভার অল গল্পটা খুব ভাল হয়েছে তার জন্য ।
২৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৫৭
222892
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ষষ্ঠ ধন্যবাদ গল্পের গুনাগুণ বিশ্লেষণ সহকারে বুঝিয়ে দেয়ার জন্য। আপনি আসলেই লজিকাল ভাই HappyGood Luck Good Luck
২৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:০৬
223092
লজিকাল ভাইছা লিখেছেন : আসলে একটানা পড়ে শেষ করলাম গল্পটা। ১ম পর্ব শেষে মনে হল, কি আর লিখবে??(ব্লগে আমার বয়স মাত্র ১২ দিন,তাই কে মেসি, কে নেইমার আর কে রোনাল্ডো জানি না) কিছুটা হালকা ভাবে নিলাম। ওমা একি!! ৪র্থ পর্ব পড়ার পর নিঃশ্বাস বন্ধ করে চলে গেলাম ৫ম পর্বে, তার পর বুঝলাম ধন্যবাদ দিতেই হবে। পরে মনে পড়ল ৪র্থ পর্বে আমি কমেন্ট করতেই ভুলেগেছি,৫ম পর্ব পড়ার জন্য। Happy Happy
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৪
223274
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আলহামদুলিল্লাহ Happy
২১
279193
২৯ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২৯
ইমরান ভাই লিখেছেন : পর্ব শেষ....
লাগকরছি পড়বো না
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৪
223275
রেহনুমা বিনত আনিস লিখেছেন : হা হা হা, আচ্ছা Happy
২২
279305
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:১৫
এস এম আবু নাছের লিখেছেন : আপু, আমার পক্ষ থেকে ৭ম ধন্যবাদ যে, অপেক্ষার প্রহর দীর্ঘায়ীত না করার জন্য। গতরাতে একটানে আপনার বাতিঘর লেখাটি পড়েছি বাসার সবাইকে নিয়ে। আগেও পড়েছিলাম, তবে এবারের আবেদনটা একউ বেশিই মনে হয়েছে। আল্লাহ আপনার কলমকে শাণিত করুন। আমীন। Angel Angel Thumbs Up Thumbs Up
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৫
223276
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Praying Praying Praying
২৩
279306
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২১
এস এম আবু নাছের লিখেছেন : ইবনে হাসেম লিখেছেন, "গল্পের উপসংহারটি যেমন সুন্দর এবং শিক্ষনীয় হয়েছে তেমনি গল্পের সমাপ্তিটাও এমন নির্মল, পরিপাটি ও চমৎকার হয়েছে যে, একবার ভাবলাম মাসরুর এর স্থানে যদি সে না হয়ে আমি হতাম, অন্ততঃ কিছুক্ষণের জন্য হলেও....(হা, হা, হা, হা,বুড়ো বয়সে ভীমরতি"

আমিও আপুর লেখায় এরকম অনেক বিষয় খেয়াল করেছি। তাই পড়তে পারি সবাইকে নিয়ে। নির্মল আর পরিচ্ছন্নতার ছাপ রয়েছে।

এই গল্পে আরও এক জায়গায় খেয়াল করেছি যে, "মাসরুর ওয়াশ্রুমে গেলো ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করতে।" বেশ দারুন বিষয় তুলে ধরেছেন।

অধিকাংশ পরিবারেই এই জিনিস খুঁজে পাওয়া ভার। কোথাও থেকে এসে বা যাওয়ার আগে এমনভাবে ড্রেস আপ করে যেন লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছে। ছেলে বলে কী আর লজ্জা থাকতে নেই?

আল্লাহ আমাদের সবাইকে এই গল্প থেকে মুয়ামালাতের বিষয়ে শিক্ষা নেওয়ার তাওফিক দিন। আমীন। Good Luck Good Luck Star Star
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৭
223278
রেহনুমা বিনত আনিস লিখেছেন : একটি সুন্দর সমাজের স্বপ্ন দেখি প্রতিনিয়ত, তাই এই সাধারন বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করি। ইবনে হাসেম ভাই এটা অ্যাাপ্রিশিয়েট করেন বলেই উল্লেখ করেছেন Happy
আল্লাহ আমাদের সুন্দর মানুষ হবার তাওফিক দিন কারণ আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সুন্দর ভালবাসেন Praying
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৪
223307
এস এম আবু নাছের লিখেছেন : আপু, আমিও ইবনে হাসেম ভাইয়ের সাথে পুরোপুরি একমত।
২৪
279452
২৯ অক্টোবর ২০১৪ রাত ১০:২৯
নিরব পড়ুয়া লিখেছেন : ঘটনাটা কি ঘটল। এত তাড়াতাড়ি শেষ আমিত আরও কয়েকটা পর্ব পাব বলে চাতকের মত বসে ছিলাম।যাজাকামুল্লাহ
৩০ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫৮
223279
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আরো কয়েক পর্ব লেখার ইচ্ছে ছিলো, কিন্তু সময় ছিলোনা Sad
২৫
279564
৩০ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : @রেহনুমাপু - গল্পটা আগে পুরোটা লিখে তারপর, পর্ব পর্ব করে ব্লগে দেয়া যায় না? ওভাবে দিলে, পাঠকদের মন্তব্যে;'র প্রভাব গল্পের পরবর্তী পর্বে পড়ার আশঙ্কা থাকে না..... প্লাস .... গল্পের সমাপ্তি ও মূল থীমটাকেও সুন্দর করে শিক্ষনীয় করে ফুটিয়ে তুলা যেতো, আমাদেরও ভালো লাগতো। (তার মানে আবার মনে করিয়েন না যে -- "এখন গল্পের শিক্ষনীয় বিষয়টা ফুটিয়ে উঠেনি" -- এটা বলছি মনে করিয়েন না)।
৩১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:২২
223544
রেহনুমা বিনত আনিস লিখেছেন : পুরো গল্প লেখা না হলে আমি প্রথম পর্বও পোস্ট করার সাহস পাইনা কারণ আমার দ্বারা সিরিজ হয়না, অধ্যাবসায় শূণ্য। কিন্তু সময় পাইনা বিধায় পুরোটা একদিনে লিখে শেষ করতে হয়েছে (যেদিন অসুস্থ ছিলাম বিধায় শয্যাশায়ী হওয়াতে সময় পেলাম), ফলাফল যাহা লাউ তাহাই কদু Yawn Yawn Yawn
৩১ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩৬
223548
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : যেদিন অসুস্থ ছিলাম বিধায় শয্যাশায়ী হওয়াতে সময় পেলাম Chatterbox Chatterbox Day Dreaming Day Dreaming (অসুস্থ হলেই = সময় পাওয়া যায়!) Time Out Time Out তাহলে কী আমরা ওটার জন্যই দোআ করবো? Big Grin Big Grin I Don't Want To See I Don't Want To See @রেহনুমাপু
৩১ অক্টোবর ২০১৪ সকাল ০৭:০৫
223549
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Frustrated Frustrated Frustrated
২৬
280649
০২ নভেম্বর ২০১৪ রাত ১০:৫৮
যাররিনের বাবা লিখেছেন : ছোট্ট করে ফুটিয়ে তোলা আনন্দময় অভিযাত্রা, মনের মাঝে রয়ে যাওয়া তৃপ্তির রেশ-- ভালো মেয়েটা আর ভালো ছেলেটা একে অপরকে সবেমাত্র বুঝতে শুরু করেছে, তারা কি জানে সামনে কি এক আনন্দময় জীবন অপেক্ষা করছে? পাঠকেরা কেউ কেউ জানে, কেউ অাবার কল্পনা জাল বুনে- কেউবা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, এমনটাও হয়...
প্রথমেই একগাদা ধন্যবাদ জানাই, গল্প ভালো হয়েছে সেজন্য নয় কিন্তু, সে'তো হওয়ারই কথা... বরং দু'জনে মিলে পুরোটা পড়ে রোমান্টিক স্মৃতিচারণের সুযোগ করে দেয়ার জন্য! একটুকরা অতীত উড়ে এসে তার সুগন্ধ রেখে গিয়েছে আমাদের মাঝে...
তারপর, কিছুটা বাস্তবের ভিত্তিভূমিতে দাঁড়িয়ে মন্তব্য করি। বড্ড ভালো মেয়ে সামিয়া কিন্তু খুব সেনসেটিভ সময়ে একটি বড় ধরণের ভুল করেছিলো, আর ছেলেটিও তিন তিনটি মাস দুরে থেকে বকা খাবার মত কাজই করেছে। আমাদের অভিজ্ঞতা কিন্তু বলে খোলামেলা কথারও বুদ্ধিমত্তার আগল থাকা চাই, আবার দূরে দূরে থেকে কোন এক ম্যাজিক মোমেন্টের অপেক্ষা করাটাও বোকামি। গল্প, কবিতা আর উপন্যাসে "অভিমান" নামক জিনিষটা সাহিত্যরস যতই ঘন করে তুলুক না কেনো, বাস্তবে জীবনে তা কেবল জটিলতার মেঘকেই ঘনঘোর করে তোলে...
কথাগুলোও আসলে লেখিকার জন্য প্রযোজ্য হয়তো নয়, কারণ অনুমান করা কঠিন নয় এসব দাম্পত্যের হাতের পাঁচ আপনার অগম্য নয়। আসলে আপনার মুগ্ধ পাঠক পাঠিকাদের অনেকেই হয়তো জীবনের শিক্ষা নেবে এখান থেকে- তাদের জন্যই মূলতঃ বলা।
আর, আমার মত মন্তব্যসমেত সবটুকু একদমে পড়ার মত একগাদা পাঠকপাল সৃষ্টি- সে কৃতিত্বটুকু আপনার পাওনা!
০৩ নভেম্বর ২০১৪ রাত ১২:০৭
224304
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ!
যে আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তা মিলিয়ে দেন। আপনাকে খুঁজছিলাম মনে মনে, কিন্তু যোগাযোগের কোন মাধ্যম তো নেই। এখানেও দেখিনা বহুদিন। আল্লাহ কি অদ্ভুতভাবে মিলিয়ে দিলেন, তাও আমার ব্লগে! আলহামদুলিল্লাহ!
ভাই, কষ্ট করে এই ঠিকানায় একটু যোগাযোগ করবেন প্লিজ? আপনার সাথে জরুরী দরকার।
আসসালামু আলাইকুম Happy
২৭
285399
১৮ নভেম্বর ২০১৪ সকাল ১০:০১
সত্য নির্বাক কেন লিখেছেন : খুবই চমৎকার শিক্ষনীয় একটি বাস্তব সত্য গল্প / জীবন কাহিনী উপহার দেওয়ার জন্য লেখিকাকে আন্তরিক মোবারকবাদ।
আশা করি আমাদেরকে আরো কিছু জীবন ঘনিস্ট লিখা উপহার দিয়ে উপকৃত করবেন। যাযাকাল্লাহ। মহান রব আপনার সময় শ্রম ও মেধায় বরকত দিন। আমাদের জন্য মানবতার কল্যাণে যথোপযুক্ত লিখার তৌফিক দিন। শুক্রিয়া আপুজ্বী....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File