পরিণতি - পর্ব ৫

লিখেছেন লিখেছেন রেহনুমা বিনত আনিস ১১ জানুয়ারি, ২০১৫, ১০:৩৭:০৭ সকাল

ঢাকায় ফিরে আগের মতই সংসার চলতে থাকে ওদের। গ্রামে যাবার ঘটনা নিয়ে কেউ কথা তোলেনা। শান্তা থাকে ওর নিজের জগত নিয়ে, আর শোভন পড়ে থাকে ওর মোবাইল নিয়ে। একদিন শান্তার মাথায় আসে, শোভনের তো কোন বন্ধু নেই, আত্মীয়স্বজন ওকে ঘৃণা করে, তাহলে সে সারাদিন মোবাইলে কি করে? একদিন কৌতুহলী হয়ে শোভন বাথরুমে থাকার সুযোগে কল হিস্ট্রি চেক করে শান্তা। শুধু একটা কল দেখাচ্ছে, আর পুরোটা ফাঁকা। অথচ শোভন সকাল থেকে অন্তত দশটা কল করেছে। ঐ নাম্বারে কল দিয়ে শুনতে পায় একটা অপরিচিত নারীকন্ঠ, মনের মাধুরী মিশিয়ে বলছে, ‘কি? আমাকে ছাড়া থাকা যায়না, না?’ হুঙ্কার শুনে পেছন ফিরে দেখে শোভনের উদ্যত হাত, ওর আর কিছু মনে নেই।

যখন জ্ঞান ফেরে তখন রাত। শান্তা নিজেকে আবিষ্কার করে ড্রয়িং রুমের ফ্লোরে, যেখানে সে পড়েছিলো সেখানেই। মায়া এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে ড্রয়িং রুমের সোফায়, চেহারাই বলছে ক্ষুধায় কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বেডরুমে শোভন পুরো বিছানা জুড়ে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে, নাক ডাকছে অল্প অল্প। শান্তার আজ রাতে ইউনিভার্সিটির বান্ধবীদের সাথে একটা ছোটখাটো পুণর্মিলনী হবার কথা ছিলো, স্লিপ ওভারের মত। সে কিছুক্ষণ সোফায় বসে ভাবে। তারপর বারান্দায় গিয়ে সেলফোন থেকে বান্ধবী আলিয়াকে কল দেয়, ‘আলিয়া, নাতাশা আনিকা ওরা এসে পৌঁছেছে? আমি পথে দোস্ত, জ্যামে আটকে আছি। ট্রাফিকের শব্দ শুনতে পাচ্ছিস না? কতক্ষণে পৌঁছাতে পারব জানিনা। কিন্তু পথে যেহেতু, কোন না কোন এক সময় তো পৌছবই। আজ সারারাত একটুও ঘুমাবো না, শুধু গল্প করব, এই আমি কথা দিলাম। খুব ক্ষিদে পেয়েছে। তুই টেবিলে খাবার দে’।

বারান্দা থেকে রান্নাঘর হয়ে বেডরুমে যায় শান্তা। কিছুক্ষণ পর মুখহাত ধুয়ে, জামাকাপড় বদলে, ব্যাগ আর ঘুমন্ত মায়াকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় দরজাটা খোলা রেখে।

সারারাত গল্পগুজবে কাটিয়ে দুপুর বারোটার দিকে বাড়ী ফিরে শান্তা দেখে ঘরভর্তি পুলিশ। ‘কি ব্যাপার? আপনারা আমার ঘরে কি করছেন?’ পুলিশ অফিসার জিজ্ঞেস করেন সে কোথায় ছিলো, কোথা থেকে আসছে। শান্তা আলিয়ার নাম্বার দেয়। পুলিশ অফিসার আলিয়াকে ফোন করে নিশ্চিত হোন। তারপর বলেন, ‘সরি ম্যাডাম, কিছু মনে করবেন না। আমরা আপনাকে সন্দেহ করছিনা, কিন্তু এটা রুটিন চেক ছিলো। আই অ্যাম অ্যাফ্রেড আই হ্যাভ স্যাড নিউজ ফর ইউ। আমরা অনুমান করছি আপনারা যাবার পর আপনার হাজব্যান্ড দরজা খোলা রেখে ঘুমিয়ে পড়েন। বাসায় সম্ভবত ডাকাত পড়েছিল। হয়ত আপনার হাজব্যান্ড ঘুম থেকে জেগে যান, ওরা ওনাকে খুন করে সম্ভবত ভয়ে পালিয়ে যায়। ঘরের জিনিসপত্র তেমন কিছুই নিতে পারেনি। আই অ্যাম সরি ফর ইয়োর লস’।

শান্তা কোন কথা বলতে পারেনা। মায়াকে শক্ত করে চেপে ধরে সোফায় বসে পড়ে। একজন মহিলা পুলিশ অফিসার এসে ওকে বাতাস করতে থাকে। দুই চোখে অশ্রুর বান ডাকে শান্তার। সে মনে মনে বলে, ‘আই অ্যাম নট’।

(সমাপ্ত)

বিষয়: বিবিধ

৩০৮০ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

300129
১১ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৫৪
যাররিনের বাবা লিখেছেন : মূলকথাটি বলে ফেলার পরে, যেনো অফিস যাওয়ার আগে তাড়াহুড়ায় টেনে দেয়া সমাপ্তি, গল্পটি "মাঝপথে হারালো ধারা"... থাকেন তো দেশের বাইরে, তাই হরতাল অবরোধ বোঝেন না, থাকতেন দেশে তাহলে একটি চমৎকার গল্পের ছন্দপতন ঘটানোর দায়ে...
১১ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৫৬
242900
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমি আবার কি করলাম? Worried Worried Worried
300132
১১ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৩
নোমান২৯ লিখেছেন : পড়ে ফেললাম Happy।পুরো গল্পটা ।ভাল লাগ্লো Thumbs Up ।ধন্যবাদ আপনাকে। Rose
১১ জানুয়ারি ২০১৫ সকাল ১১:৩৮
242903
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ শুরু থেকে শেষ অবধি সাথে থাকার জন্য Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
300164
১১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৪:২১
ইবনে হাসেম লিখেছেন : পাঠশেষে ঠিক যেই অনুভূতিটা মনে কাজ করছিল, একটু নীচে নেমেই যাররিনের বাবার মন্তব্যে ঠিক সেই কথাটিরই প্রতিধ্বনি শুনতে পেলাম। তাই কষ্ট না করে ঐটিকেই আমার মন্তব্য হিসেবেও গন্য করার অনুরোধ রাখলাম।
১২ জানুয়ারি ২০১৫ রাত ১২:৫৯
242967
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Worried
300171
১১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একচোখা নারিবাদি দৃষ্টি হযে গেলো!!!
সব কিছু যেনেও যদি এই লোকের সাথে সংসার করে তবে দোষ টা কার???
১২ জানুয়ারি ২০১৫ রাত ০১:০১
242968
রেহনুমা বিনত আনিস লিখেছেন : এখানে নারীবাদী পুরুষবাদীর কি দেখলে?
কেউ কেউ যখন বুঝতে পারে ভুল হয়ে গিয়েছে তখন এর প্রতিকার করতে গিয়ে আরো বড় ভুলের মধ্যে পতিত হয়। সেটাই ঘটেছে শান্তার ক্ষেত্রে।
300175
১১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৩৮
প্রগতিশীল লিখেছেন : বেশ চলছে..
১২ জানুয়ারি ২০১৫ রাত ০১:০১
242969
রেহনুমা বিনত আনিস লিখেছেন : চলছেনা, সমাপ্ত Happy
১২ জানুয়ারি ২০১৫ রাত ০৯:৪২
243037
প্রগতিশীল লিখেছেন : গল্পের নায়িকারে আমার মত ভদ্রলোক দেখে বিয়া দিতেন গল্প আরো দীর্ঘায়িত হত Smug Smug Smug
300178
১১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
তারিক রিদওয়ান লিখেছেন : এতো তাড়াতাড়ি শেষ করে দিলেন? :s কতো আগ্রহ নিয়ে ৫ নম্বর পর্বটা পড়তে বসেছিলাম...
১২ জানুয়ারি ২০১৫ রাত ০১:০২
242970
রেহনুমা বিনত আনিস লিখেছেন : হা হা, চুয়িং গামের মত টেনে টেনে লম্বা করা আমার দ্বারা হয়না। মূল বক্তব্য শেষ, তো গল্পও শেষ। Happy
শিক্ষা, পাপের পরিণতি ভাল হয়না, দুই পক্ষের কারো জন্যই। :Thinking
300183
১১ জানুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৫৪
প্রবাসী আশরাফ লিখেছেন : শান্তাও শেষ পর্যন্ত মুক্তি পেলো মুক্তার এর কাছ থেকে...

গল্পটার আগাগোড়া পুরোটাই অসাধারন মজার হয়েছে।
১২ জানুয়ারি ২০১৫ রাত ০১:০৩
242971
রেহনুমা বিনত আনিস লিখেছেন : হুমম, আরো বড় পাপের মধ্যে মজে গিয়ে।
পুরোটা পড়ার জন্য ধন্যবাদ HappyGood Luck
300233
১২ জানুয়ারি ২০১৫ রাত ০৩:২২
নাছির আলী লিখেছেন : সবগুলো পর্ব পড়েছি অনেক ভাল লাগলো । অনেক ধন্যবাদ
১২ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৫৪
242988
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ সাথে থাকার জন্য Happy Good Luck
300241
১২ জানুয়ারি ২০১৫ সকাল ০৬:২৩
জোনাকি লিখেছেন : সবগুলো পড়েছি। নাইস ট্রাই মাশাআল্লাহ!
১২ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৫৪
242989
রেহনুমা বিনত আনিস লিখেছেন : যাজ্জাকিল্লাহ খাইর HappyGood Luck
১০
300248
১২ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৫২
পুস্পগন্ধা লিখেছেন :
হুমম, ‘আই অ্যাম নট’......।

এদের এরকমই হওয়া উচিত!!! আগের পর্ব গুলি পড়ে বেশ কস্ট হচ্ছিল, এ পর্বে এসে তার কিছুটা কমল.....এট লিস্ট একটা প্রতারকের হাত থেকে তো মুক্তি পাওয়া গেলো...


১৮ জানুয়ারি ২০১৫ রাত ০১:৫১
243235
রেহনুমা বিনত আনিস লিখেছেন : কিন্তু শান্তা একটা পাপের ফল থেকে বাঁচতে দিয়ে আরো বড় একটা পাপের মধ্যে জড়িয়ে গেল Broken Heart
১১
300343
১৩ জানুয়ারি ২০১৫ রাত ১২:১০
স্বপন২ লিখেছেন : আপু, নায়কে হত্যা করলেন। নিশ্চয়ই নায়িকা,
অন্য নায়ক ধরবে। সময়ের ব্যাপার মাএ।
দেখি নায়িকাকে কোন পথে নেন।
১৮ জানুয়ারি ২০১৫ রাত ০১:৫২
243236
রেহনুমা বিনত আনিস লিখেছেন : বিপথে যাবার পর আর কোন পথে যাবে ভাই? গল্প শেষ।
তবে শান্তার যে শিক্ষা হয়েছে আশা করা যায় সে ঝর্ণার মত ভাল হবার চেষ্টা করবে।
পুরোটা পড়ার জন্য ধন্যবাদ ভাই Happy
১২
302526
০২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৩:২৬
ধ্রুব নীল লিখেছেন : প্রথম থেকে অনেক গোছানো ছিল গল্পটি। চমতকার ধারাবাহিকতা গল্পকে আরো সমৃদ্ধ করেছে। তবে শেষ পর্বে এসে মনে হল,
"শান্তার আজ রাতে ইউনিভার্সিটির বান্ধবীদের সাথে একটা ছোটখাটো পুণর্মিলনী হবার কথা ছিলো, স্লিপ ওভারের মত। "
এই লাইনটি গল্পের প্রয়োজনে নয়, বরং গল্প শেষ করার প্রয়োজনে এসেছে (একটু তাড়াহুড়া মনে হয়েছে আমার কাছে)।
আপাকে অসংখ্য ধন্যবাদ।।
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:১১
244830
রেহনুমা বিনত আনিস লিখেছেন : হতেও পারে Tongue
১৩
302734
০৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:২৭
দ্য স্লেভ লিখেছেন : রোমাঞ্চ,থ্রিল ভরপুর। কাহিনী দারুন হচ্ছে। চালান। আর ঘটনা মন খারাপ করার মত।
১৪
308054
০৯ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৬
সত্য নির্বাক কেন লিখেছেন : চন্দ পতন হলে ও বেশ ভাল লেগেছে, আপনার অন্য লেখার মত নৈতিক শিক্ষার সরাসরি ছবক ছিল না। যাযাকাল্লাহু খায়রান।
১৫
311656
২৯ মার্চ ২০১৫ বিকাল ০৫:২৩
মায়িশাহ মুনাওয়ারাহ লিখেছেন : অনেক দিন পর ব্লগে আসলাম,সব গুলো পর্ব পড়লাম।শিক্ষণীয় ঘটনা।কিন্তু শেষটা কেমন জানি হয়ে গেল।।।।।।
১৬
316981
২৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১৯
আহসান সাদী লিখেছেন : আপনি গেলেন কই? ব্লগে দেখি না যে!
১৭
329348
০৯ জুলাই ২০১৫ দুপুর ০৩:৫৬
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : পুরোটা পড়লাম!দারুন লাগল
১৮
329961
১৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:০২
কুয়েত থেকে লিখেছেন : দারুন হয়েছে চালিয়ে যান, লেখাটি ভালো লাগলো ধন্যবাদ
১৯
343012
২২ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৫
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপু কি হারিয়ে গেলেন???

দোয়া করি, চাই-ও

ঈদ মোবারক!!
২০
353998
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
২১
376147
১২ আগস্ট ২০১৬ সকাল ০৫:২৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম। আপু, আপনারা এভাবে হারিয়ে গেলে আমরা হুট করে এসে কিভাবে খুজে পাব? থাকুন না নিয়মিত ব্লগটাতে। আপনাদের লেখা খুবই মিস করি......।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File