কেমনে কি?? =======

লিখেছেন লিখেছেন আব্দুল গাফফার ১৮ জুন, ২০১৮, ১২:১০:৩৯ রাত



পবিত্র ঈদুল ফিতরের আজ ২ দিন , বাংলাদেশ ছাড়া বিশ্বে ৫৩ টি মুসলিম দেশ রয়েছে । সেসব দেশে আজ ৩ দিন অতিবাহিত হচ্ছে এবং কি ভারত , পাকিস্তন , বাংলদেশের পূর্বের দেশ ইন্দোনিশিইয়াও । এখন জনমনে প্রশ্ন বাংলাদেশে এমন হওয়ার কারণ কি ? বাংলাদেশের সাথে মিল রেখে বিশ্বে কোন কোন দেশে ঈদ উদযাপিত হচ্ছে ? প্রথমত বলতে চাই সারা বিশ্বে একইদিনে ঈদ উদযাপন সম্ভব নয়।কারণ, সৌদি আরব বিশ্বের মধ্যখানে হওয়ায় তার পশ্চিমের দেশগুলোতে একদিন আগে এবং পূর্বের দেশগুলোতে তাদের একদিন পর চাঁদের উদয় হয়। চাঁদের অবস্থানের উপরেই ঈদ বা রোজা পালন নির্ভর করে।তবে এবার ঈদুল ফিতর বাংলাদেশ ছাড়া বিশ্বে কোথাও উদযাপন হয়েছে কিনা আমার সন্দেহ আছে । কারণ, সেখানে টেকনিক্যাল আর প্রযুক্তির কারণেই হোক এবার সাউদিতে চাঁদ উঠার একদিন পর রোজা রেখেছে । সেজন্য বিশ্বে ৫৩ মুসলিম দেশের অধিকাংশ এবার বাংলাদেশ ব্যতীত রোজা রেখেছে এবং কি ভারত পাকিস্তান সহ।আর কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা ইউরোপের মানুষ সৌদি কর্তৃক চাঁদ দেখার ঘোষণার উপর নির্ভর করে বসে থাকেনা। চাঁদ দেখার সময় হলে প্রযুক্তিরর সাহায্যে তারা নিজেরাই চাঁদ দেখে নেয়।বাংলাদেশে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উল ফিতরের দিন চূড়ান্ত হয় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী।সেদিন যদি দেশের কোথাও চাঁদ দেখা যায় তাহলে পরদিন ঈদের ঘোষণা দেয় ফাউন্ডেশন । মূল চাঁদ দেখা কমিটির সাথে একযোগে প্রতিটি জেলায় একটি করে কমিটি কাজ করে সঠিক তথ্যের জন্য । এছাড়াও বৈরি দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য দেশের আকাশে খালি চোখে চাঁদ দেখা সম্ভব না হলে,আবহাওয়া স্টেশনগুলোর কাছে সাহায্য চাওয়া হয়। এখন প্রশ্ন ? সৌদি প্রযুক্তি , বাংলাদেশী প্রযুক্তি , সারা বিশ্ব যে প্রযুক্তি ব্যবহার করে এসব প্রযুক্তি কি এক নয় ।ভারত পাকিস্তানে কি এবার খালি চোখে চাঁদ দেখা গিয়ে ছিল? বাংলাদেশে এবার কোন প্রদ্ধতিতেই কি বৃহস্প্রতিবারে চাঁদ উঠেছে কিনা নিরশ্চিত হওয়া যায়নি । বিষয়টি ভাববার মত , আমার মত মুসলিম স্কলারদের মধ্যে ব্যাপারটা নিয়া আলোচনার দরকার আছে।

বিষয়: বিবিধ

৯৬৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

385555
১৮ জুন ২০১৮ সকাল ০৭:৫৮
কুয়েত থেকে লিখেছেন : বাংলাদেশ তো বাংলাদেশ কারো সাথে তা না মিললেও চলবে। পিছনেই থাকতে হবে যতদিন ভারত দাদাগিরি করতে পারবে। আপনাকে ধন্যবাদ
১৮ জুন ২০১৮ রাত ১০:৪৪
317788
আব্দুল গাফফার লিখেছেন : হুম ঠিক ধরেছেন ! আমরা স্বাধীনতার পর একটি দেশে পেয়েছি কিন্তু রাষ্ট পাইনি । এভাবে এর কত দিন যাবে আল্লাহ মালুম । ধন্যবাদ জানবেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File