পবিত্র আশুরা'র গল্প

লিখেছেন লিখেছেন ইমরান বিন আনোয়ার ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ০১:৫৩:৫৫ দুপুর

"আশুরা"। পবিত্র মুহাররাম মাসের দশম তারিখকে "আশুরা" বলা হয়। অত্যাচারী ফিরআউন ও তার বর্বর সৈন্যবাহিনীর হাত থেকে এই দিনে আল্লাহ্‌ তায়ালা হযরত মুসা (আ) ও তাঁর সম্প্রদায়কে রক্ষা করেছিলেন।

কৃতজ্ঞতায় হযরত মুসা (আ) রোজা রেখেছেন। আমাদের নবীজিও রোজা রেখেছেন। এবং উম্মতকে রোজা রাখার তাগিদ দিয়েছেন। নবীজি (সা) মদিনায় এসে ইহুদীদেরকে এই দিনে উপবাস থাকতে দেখতে পান। কারণ জিজ্ঞেস করলে তারা উপরের ঘটনা উল্লেখ করে।

তবে ইহুদীদের সাথে পার্থক্য বজায় রাখতে পবিত্র আশুরা'র আগে বা পরে একটি দিন মিলিয়ে মোট দুটো রোজা রাখার আদেশ দেন নবীজি। পৃথিবীর ইতিহাসে এ দিনে আরো অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনার অবতারণা হয়েছে

বিষয়: বিবিধ

৮২৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

384111
০১ অক্টোবর ২০১৭ রাত ১১:০০

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File