অচেনা প্রহর

লিখেছেন লিখেছেন আরিফা জাহান ১৪ মার্চ, ২০১৭, ১০:৩৩:৩৯ রাত

ব্যাল্কনিতে যাওয়ার দরজাটা খোলা ছিল । প্রচণ্ড বৃষ্টি আর দমকা হাওয়ায় দরজার পর্দা ভিজে গেছে বুঝতে পারছি । সেই ভিজে পর্দা উড়ে উড়ে দেয়ালের সাথে আছড়েপিছড়ে বারি খাচ্ছে ।

ক্ষনে ক্ষনে বিদ্যুৎ চমকের আলোয় অদূরের কালো পাহাড়চুড়াটা চোখে পড়ছিল ।

স্থির-শান্ত, যেন এ ঘুমন্ত পৃথিবীটাকে আগলে রাখার অতন্ত্র প্রহরী !

সমস্ত আকাশ যেন আজ ভেঙ্গে পড়বে !

বিদ্যুৎ চমকের আলোয় দেখছিলাম প্রচণ্ড দমকা হাওয়ায় বৃষ্টির ফোঁটা গুলো তীক্ষ্ণ ছুরির মত হয়ে আছড়ে পড়ছিল ব্যাল্কনির ওই কোমল গোলাপগুলোর উপর ।

কিসের এত আক্রোশ ?

কিসের অপ্রাপ্তি নিয়ে আজ সমস্ত আকাশ এই ঘুমন্ত পৃথিবীকে দলিত-মাথিত করার উন্মত্ততায় মেতেছে?

আমি জানিনা !

কিন্ত সুষুপ্ত রজনীর এই অচেনা প্রহরের সাক্ষী হবো আমি !

আর আমার ওই ভায়োলিন ।

এই সময়গুলো সহজে ফিরে আসবে না ।

আমি সব জানালা খুলে দিব ! প্রবল বাতাসে আমার প্রিয় চাইমগুলোর মৃদু টুং টাং ধ্বনি তীব্র থেকে তীব্র হবে ।

ভায়লিনে তুলব উন্মত্ত সুর ।

ঝড়ো হাওয়ায় সব আছড়ে পড়বে ওই পাহাড়ের চুড়ায় !

উদযাপন করব এ অচেনা প্রহর ।

সাক্ষী হয়ে রইব ভয়ঙ্কর রুদ্রমূর্তির এই কোমল রজনীর !

বিষয়: বিবিধ

৯৪৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382237
১৪ মার্চ ২০১৭ রাত ১০:৪২
দিদারুল হক সাকিব লিখেছেন : ভালো লাগলো
১৪ মার্চ ২০১৭ রাত ১০:৫১
315990
আরিফা জাহান লিখেছেন : ধন্যবাদ
382238
১৪ মার্চ ২০১৭ রাত ১০:৪৩
ওসমান গণি মৃধা লিখেছেন : পিলাচ
১৪ মার্চ ২০১৭ রাত ১০:৫১
315991
আরিফা জাহান লিখেছেন : ধন্যবাদ
382262
১৫ মার্চ ২০১৭ রাত ০৮:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File