সাক্ষাৎকার

গণতান্ত্রিক অধিকারগুলো সংকুচিত হয়েছে

পাঠক মন্তব্য

AKM GAZI A MAMUN, 22/4 - Sir Iqbal road, Post & Dist. Kushtia,  19 Jun,2017 04:03pm

বি এন পিকে সম্পূর্ন পাকিস্তানপন্থী ও বাংলাদেশের জন্য সর্বদাই ধংসকারী ও গুপ্তঘাতক বলে নির্নয় করি। এরা সর্বদাই ধংস কার্যে লিপ্ত থাকবে। এরা দেশের মানুষের জন্য মহা বিপদ। আওয়ামীলীগে জনাব তোফায়েল আহম্মদের বয়সের ভারে কার্যক্ষমতা কমে গেলে আমাদের নেত্রী হাসিনা ভার সামলাতে পারবেন বলে সন্দেহ আছে। বংগবন্ধুর পরে কোন শক্তিবান ব্যাক্তি যদি থেকে থাকেন তিনি একমাত্র তোফায়েল আহম্মদ। নতুন প্রজন্মদের ১৯৭১ এর চেতনা থেকে দূরে রাখা বাংলাদেশের জন্য মহা বিপদজনক ও পাকিস্তানের ধংসকার্য পরিচালনা করার মহা সুযোগ। পাকিস্তানপন্থীরা বুদ্ধিজীবিদের হত্যাযজ্ঞ্য অত্যান্ত গোপনে পরিচালনা করবে, এদের রূখবার শক্তি আওয়ামীলীগের নাই ও কোনদিন হবেও না। আমি যুদ্ধের সময় যুদ্ধ করেছি, চার নেতা ফজলুল হক মনি, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহম্মদ ও জনাব সিরাজুল আলম খানের নির্বাচনের মাধ্যমে ভারত থেকে ইন্টেলিজেন্ট ট্রাইনিং এর মাধ্যমে অতিরিক্ত যুদ্ধকাজ করার সুযোগ পাই, ১৯৭১ ১৯৭২ ১৯৭৩ ও ১৯৭৪ এর পরও পাকিস্তানের ভিতরে ঢুকে কাজ করি, স্বচক্ষে দেখি যাহা স্বৃতিতে আজও বিদ্যমান। যে স্বৃতি কাহারও সাথে মিলাতেও পারি না। যাহা জানতেন জনাব কাজী আরীফ আহম্মেদ, যাহার চেয়েও অনেক বেশীই জানেন জনাব তোফায়েল আহমেদ। আপাতত সমাপ্ত।

কীবোর্ড নির্বাচন করুন: Bijoy   UniJoy   Phonetic   English

আপনার মতামত দিন

নাম (অবশ্যই দিতে হবে)

ইমেইল (অবশ্যই দিতে হবে)

ঠিকানা

মন্তব্য


“অবাঞ্চিত মতামত নিয়ন্ত্রনের জন্য সঞ্চালক কতৃক অনুমোদনের পর মতামত প্রকাশিত হয়”


 

অন্যান্য সাক্ষাৎকার