সংবাদ >> জাতীয়

সন্ধ্যায় ফার্মগেট থেকে বাসায় ফিরছিলাম: ড্রাইভার বলল গেট লাগায় দে

পাঠক মন্তব্য

দিদার হোসেন, Chittagong ,  19 Mar,2018 11:53am

কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদা'ই বিধান পেয়ে দুঃখ বেদোনা ভুলবে। . একাকীনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। কোনো দিন পথে-ঘাটে সম্পদের মোহে, খুন আর রাহাজানি রবে না। . কুরআন দিয়ে সমাজ গড়লে এ ধরণের সাহস কারো থাকবে না। মক্কা-মদিনায় ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হওয়ার পর মদিনা থেকে হাজরামাউত পর্যন্ত নারী একাকী হেটে গেলেও এ ধরণের কাজ দূরের কথা, কেউ তাদের দিকে তাকাতোও না। বাংলাদেশেও যদি কুরআনের রাষ্ট্র গঠন করা যায়, তাহলে এদেশ থেকেও একদিক এই নোংরামি গুলো দূর হবে। (ইনশাআল্লাহ) তাই সবাইকে একত্রে কুরআন দিয়ে সমাজ ও রাষ্ট্র গঠনের চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন। (আমীন)

Mostufa kamal, Gouripur Mymensingh ,  19 Mar,2018 04:03pm

ওরা পুলিশ না ওরা নিজের সার্থের জন্য অনেক কিছু করতে পারে

সোহেল রানা, সৌদি প্রবাসী,  19 Mar,2018 06:01pm

আমাদের দেশের পুলিশ দের কে আরও দায়িত্ব বান হতে হবে।১৮ কোটি মানুষের নিরাপ্তার জন্য সরকার তাদের নিয়োগ দিয়েছেন।তাদের কে মানুষ কে হয়রানির জন্য নিয়োগ করা হয় নাই রক্ষক যদি বক্ষক এ রুপ নেই শান্তি আসবে কোথা থেকে।মানুষ তাদের উপর আস্থা হারিয়ে ফেলচে।

কীবোর্ড নির্বাচন করুন: Bijoy   UniJoy   Phonetic   English

আপনার মতামত দিন

নাম (অবশ্যই দিতে হবে)

ইমেইল (অবশ্যই দিতে হবে)

ঠিকানা

মন্তব্য


"অবাঞ্চিত মতামত নিয়ন্ত্রনের জন্য সঞ্চালক কতৃক অনুমোদনের পর মতামত প্রকাশিত হয়"


 


 


 

অন্যান্য সংবাদ