সংবাদ >> মহানগর

সৌদিতে বেকার হাজার হাজার বাংলাদেশি

পাঠক মন্তব্য

Abu Jarir, Al Qahma, Jizan, Saudi Arabia,  10 Oct,2017 12:37am

আমেল মাঞ্জেলী মূলত এক ধরণের ফ্রট ভিসা। এভিসার অর্থ হল গৃহ কর্মী। সরকারী নিয়ম মোতাবেক বাড়ির রক্ষনাবেক্ষনের জন্য সরকার এধরণের ভিসা দিয়ে থাকে। অনেকটা আমাদের দেশের বাসাবাড়ির দাড়োয়ানের কাজ। সরকারী নিয়ম মতে একান্তই যাদের লোক দরকার তাদেরকেই সরকার এধারণের ভিসা দিবে কিন্তু আইনের ফাক গলিয়ে এক শ্রেণীর লোভী মানুষ আমাদের দেশের ভিসার ব্যাপারীদের প্ররোচনায় নিজেদের কাজ না থাকার পরেও এধরণের ভিসা বের করে ১০-১৫ হাজার রিয়েলে বিক্রয় করে। বিভিন্ন দালালের হাত ঘুড়ে এক একটা ভিসার দাম পরে ৩০-৩৫ হাজার রিয়াল। যা বাংলাদেশী টাকায় প্রায় ৬-৭ লাখ! যেহেতু মালিকের কোন কাজ নেই এবং সে মূলত কাজের জন্য লোক আনেওনি শুধু আমাদের দেশের অনৈতিক ভিসার দালালদের প্রচনায় অসাধু পন্থায় টাকা কামানোর জন্যই এ ভিসা বের করা হয় সেহেতু যারা আসে তাদের কাজ দেয়ার প্রশ্নই উঠেন। সরকার ভিসা ইস্যু করে যাদের কাজ আছে তাদের জন্য কিন্তু প্রতারক চক্র অসত্য ত্বথ্য দিয়ে এধরণের ভিসা বের করে টুপাইস কামিয়ে নেয়। বিশ্বের অন্য কোন দেশের লোকেরা ভিসা কিনেনা শুধু আমাদের দেশের লোকেরাই উচ্চ মূল্যে ভিসা কিনে যা এদেশের লোভী মানুষেরাও বুঝে গেছে তাই এই অনৈতিক কাজ চলছে পুরাদমে। এগুলো বন্ধ করার কেউ নেই। অবশ্য সরকার বিভিন্ন সময় বিভিন্ন নিয়ম করে কিন্তু কোন নিয়মই কোন কাজে আসেনা। বরং প্রতিটি নিয়মই ভিসার মূল্য বাড়িয়ে দেয়।

কীবোর্ড নির্বাচন করুন: Bijoy   UniJoy   Phonetic   English

আপনার মতামত দিন

নাম (অবশ্যই দিতে হবে)

ইমেইল (অবশ্যই দিতে হবে)

ঠিকানা

মন্তব্য


"অবাঞ্চিত মতামত নিয়ন্ত্রনের জন্য সঞ্চালক কতৃক অনুমোদনের পর মতামত প্রকাশিত হয়"


 


 


 

অন্যান্য সংবাদ