সংবাদ >> ফেসবুক

জামায়াত-শিবির এখনো টিকে আছে কী করে?

পাঠক মন্তব্য

Rakibul, ,  06 Mar,2018 06:13pm

ব্লগার হত্যা থেকে শুরু করে জাফর ইকবালের ছুরিকাঘাত পর্যন্ত যদি আপনার প্রতিবাদের দৌড় হয়। এই রক্তপাতকেই যদি শুধু আপনার রক্তপাত মনে হয়। আর হাজারে হাজারে গুম খুন ক্রস ফায়ারের মতো মানবতাবিরোধী অপরাধে মৃত মানুষের রক্তপাতকে যদি আপনার রক্তপাত মনে না হয়। পাঁচই মের মাদ্রাসা ছাত্রদের ম্যাসাকার আর অসংখ্য বিএনপি আর জামাত শিবিরের নেতা কর্মীর বিচারহীন হত্যাকে যদি রক্তপাত মনে না হয়। তাহলে আপনি অসচেতনে দেশটাকে আমরা আর ওরাতে ভাগ করে ফেলেছেন। অপর পক্ষকে নির্মুল করে দেয়ার ভয়ানক খেলায় মেতেছেন। আপনার কাছে আপনার মতাদর্শের মানুষই শুধু মানুষ পদবাচ্য আর অন্যরা দানব। আপনি যেদিন সকল পক্ষই বুঝতে পারবেন জাফর ইকবালের রক্ত আর পাঁচই মের মতিঝিলে আলেমের রক্তাক্ত দেহ, কর্ণফুলীর তীরে হাত বাধা গুমখুন হয়ে যাওয়া বিএনপির নেতার লাশ, ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া গ্রামে কুপিয়ে মারা হিন্দু পুরোহিতের লাশ, আর আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের বলি হাজারো শিবির কর্মির রক্তের রঙ একই রকমের লাল। যেদিন বুঝবেন এরা সবাই আপনার ভাই, আপনার সহনাগরিক সেদিন থেকেই এই রক্তপাত বন্ধ হবার শর্ত তৈরি হবে। বিভাজনের রাজনীতি আপনারা স্যেকুলারেরা তৈরি করেছেন। এর দায় আপনার। এই ভয়ানক পথ পরিহার করুন, এখনো সময় আছে। একটা রাষ্ট্রে এই বিভাজন চলতে পারেনা। বিভাজন থাকলে রাষ্ট্রই থাকেনা। আপনার প্রতিবাদকেও তাই মৃত্যুক্ষুধার গর্জন মনে হয়। Pinaki Bhattacharya.

Kaysar, ,  06 Mar,2018 10:27pm

You are such an asshole

MD A RAHMAN, ,  07 Mar,2018 01:23am

BAL vomiting childish prattling

কীবোর্ড নির্বাচন করুন: Bijoy   UniJoy   Phonetic   English

আপনার মতামত দিন

নাম (অবশ্যই দিতে হবে)

ইমেইল (অবশ্যই দিতে হবে)

ঠিকানা

মন্তব্য


"অবাঞ্চিত মতামত নিয়ন্ত্রনের জন্য সঞ্চালক কতৃক অনুমোদনের পর মতামত প্রকাশিত হয়"


 


 


 

অন্যান্য সংবাদ