নজরুল
খুনীদের প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রপতি আছে তাই খুনীরা হাঁসি খুশি। রায় কার্যকর হোক এটাই চাই।
..........................................................................................................
মোঃ রায়হান মিয়া
অপরাধ করার পরও যে সুখের হাসি হাসে তার মত শিক্ষিত মুর্খ আরকে বা আছে। আইন বা আদালতকে মানুষের মনের অবস্থাটা বুঝতে হবে। সেই সাথে রাষ্ট্রপতিকে মানুষের মনের অবস্থা উপলব্ধি করতে হবে। তা না হলে অন্যায় বাড়তে থাকবে আর তাতে সমাজে স্থিতিশীলতা কমতে থাকবে। শেষে সাধারণ মানুষও অন্যায় করতে থাকবে। তখন দেশও ঝুকিতে পড়বে। সবকিছু বিবেচনা করে অন্যায়ের সাথে কোন প্রকার আপোষ না করে যথাযথ শাস্তি প্রদান করা উত্তম। যাতে সমাজ ও দেশে একটি দৃষ্টান্ত হয়ে থাকে। বড় বড় অপরাধের শাস্তি প্রদান করলে মানুষের আইনের প্রতি আস্থা বাড়বে । তখন সবাই সবার প্রতি আস্থাশীল ও শ্রাদ্ধাশীল হিসেবে পরিণত হবে। তখন আস্তে আস্তে সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন ঘটবে এবং অন্যায়ও কমবে।
..........................................................................................................